Thank you for trying Sticky AMP!!

'নো ল্যান্ডস ম্যান' ছবিতে যুক্ত হলেন ফরিদুর রেজা সাগর

ফরিদুর রেজা সাগর, মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: প্রথম আলো

নো ল্যান্ডস ম্যান ছবিতে যুক্ত হলেন ফরিদুর রেজা সাগর। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ভারতের পর যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবিতে যুক্ত হলেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এটি ইংরেজি ভাষার চলচ্চিত্র।

সম্প্রতি এ ছবিতে যুক্ত হয়েছেন অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। এ ছবিতে শুধু সংগীত পরিচালক হিসেবেই নন, তিনি আছেন সহপ্রযোজক হিসেবেও।
ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকী তাঁর প্রথম ছবি ব্যাচেলর নির্মাণ করেন। এরপর মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও পিঁপড়াবিদ্যা ছবিতেও প্রযোজক হিসেবে ছিলেন ফরিদুর রেজা সাগর।

ফারুকীর নতুন ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, 'আমরা প্রথম থেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ছবিগুলোর সঙ্গে থাকার চেষ্টা করেছি। টরন্টো, বুসানসহ বিভিন্ন উৎসবে আমাদের প্রযোজিত ছবি একাধিকবার প্রদর্শিত হয়েছে। নেটফ্লিক্সেও আমাদের ছবি আছে। নো ল্যান্ডস ম্যান ফারুকীর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র, যা ইতিমধ্যেই অ্যাপসা, মোশন পিকচার, ফিল্ম বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে স্বীকৃতি পেয়েছে। ওর প্রথম ছবি থেকেই আমরা সমর্থন দিয়ে এসেছি। ফলে এবারও আমরা সঙ্গে থাকব এটাই স্বাভাবিক।'

ফারুকী জানান, নো ল্যান্ডস ম্যান ছবিটির এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই বছরের মধ্যে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। নো ল্যান্ডস ম্যান ছবির ৭০ শতাংশ শুটিং হয়েছে নিউইয়র্কে। গত বছরের নভেম্বরে ছবির বাকি অংশের চিত্রায়ণ হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, বাংলাদেশের তাহসান খান ও অস্ট্রেলিয়ার মেগান মিশেল।