Thank you for trying Sticky AMP!!

নোমিরার পথচলা

২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার প্রথম আসর। সেরা তিনের মধ্যে স্থান করে নিয়ে প্রথম আসরেই বাজিমাত করেন নোমিরা আহমেদ। আনুষ্ঠানিকভাবে ওই বছরেই তাঁর শোবিজ জগতে যাত্রা শুরু। তবে নোমিরার চার বছর বয়সেই নাচের তালে পথচলা শুরু। নাচ শিখতে ভর্তি হন বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা)। এত অল্প বয়সে বাফাতে ভর্তি হওয়া কারণ কী? নোমিরার জবাব, ‘ওই বয়সেই নাচের প্রতি একটা ভালো লাগা ছিল। কোথাও নাচের কিছু দেখলেই চেয়ে থাকতাম। তাই চার বছর বয়সেই মায়ের হাত ধরে বাফার প্রাঙ্গণে উপস্থিত হই।’ পাঠ্যবইয়ের অ, আ, এ, বি, সি শেখার আগে নৃত্যের তালে তালে পা মেলানো শুরু হয় নোমিরার। তবে নাচের ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয় বাফাতে শিক্ষক হিসেবে নৃত্যশিল্পী রিয়াকে পেয়ে। বললেন, ‘রিয়া আপুর কাছে বাফাতে আমার নাচের হাতেখড়ি। তাঁর নাচ দেখে আমি নাচের প্রেমে পড়ে যাই। তিনি আমার কাছে শিক্ষকের চেয়েও বেশি কিছু।’

নাচের শিক্ষার্থী হিসেবে বাফায় নোমিরার কেটেছে ৮ বছর। সোহেল রহমান ও ফারহানা চৌধুরীর কাছেও তালিম নিয়েছেন তিনি। এখন হয়েছেন নাচের শিক্ষক। এরপর গানও শিখেছেন।

২০১১ সালটা নোমিরার জন্য শুভ। চ্যানেল আইয়ে নাচের একটা অনুষ্ঠানে গিয়ে জানতে পারেন, টপ মডেল বাছাই প্রতিযোগিতার কথা। নিজের আগ্রহ থেকেই নাম লেখান ‘ভিট–চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার প্রথম আসরে। এরপর প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে চলা। এত কিছু করার পরও নিজের পড়াশোনায় একটুও ছেদ পড়তে দেননি নোমিরা। ‘গ্রুমিং ক্যাম্পে থেকেই ও লেভেল পরীক্ষা দিই। ফল বেশ ভালোই ছিল,’ জানান নোমিরা। প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন নোমিরা আহমেদ।

নোমিরার লাকি বছর ২০১১ সালেই নাটকে অভিনয়ের সুযোগ পান। ইফতেখার আহমেদ ফাহমির নির্দেশনায় প্রথম নাটক ফুঁ। মিশু সাব্বিরের সঙ্গে ফুঁতেই সবাইকে বাজিমাত করেন সদ্য শোবিজে পা রাখা ভিট টপ মডেল নোমিরা। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। নাটক, নাচ, র‍্যাম্প ও স্টেজ শোতে ব্যস্ততা বাড়ে। নোমিরার প্রথম দীর্ঘ ধারাবাহিক নাটক ফেরদৌস হাসানের নির্দেশনায় জার্সি নম্বর ১০। এ নাটকই নোমিরাকে অভিনয়ে অনেক কিছু শিখিয়েছে। ‘কত যে বকা খেয়েছি রানা (ফেরদৌস হাসান) ভাইয়ের কাছে। আবার উৎসাহ দিয়েছেন। তিনি সব সময় একটা কথা বলতেন, “যারা নাচ ভালো করে, তারা অভিনয়ও ভালো করে”—কথাটি আমার চলার পথের পাথেয়।’

উচ্চশিক্ষার জন্য এরপর নোমিরা আহমেদ কিছুদিন বিরতি নিয়েছিলেন, শেষ করে আবার কাজে ফিরেছেনও। বর্তমানে মডেলিং, অভিনয় ও নাচে অবাধ বিচরণ তাঁর। নোমিরা অভিনীত ধারাবাহিক নাটক তৃতীয় পুরুষ প্রচারিত হচ্ছে মাছরাঙা টিভিতে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।

কাজ করেছেন বিজ্ঞাপনেও। এ ছাড়া দুটি ধারাবাহিক আছে প্রচারের অপেক্ষায়। এত কাজের মধ্যে অভিনয় নিয়ে অনেক স্বপ্ন রয়েছে নোমিরার। কাজ করার ইচ্ছা অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকী, রেদওয়ান রনির বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। সেই সঙ্গে নাচের একটা স্কুল করাও নোমিরার আরও একটি স্বপ্ন। আর বিয়ে? বললেন, ‘এ স্বপ্নটা আমি আমার পরিবারের জন্য তুলে রেখেছি। পরিবার যখন বলবে, তখনই বিয়ে করব।’