Thank you for trying Sticky AMP!!

বিশ্ব নারী দিবসে তাহসানের ছবি

‘যদি একদিন’ ছবির দৃশ্যে তাহসান ও শ্রাবন্তী

আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস। সেদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘যদি একদিন’। প্রথম আলোকে আজ সোমবার দুপুরে তেমনটাই জানালেন ছবির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে জনপ্রিয় গায়ক, অভিনেতা, মডেল, উপস্থাপক তাহসান খানের। এ ছাড়া ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এর আগে দুই বাংলার যৌথ প্রযোজনার একাধিক ছবিতে অভিনয় করলেও এবারই প্রথম পুরোপুরি বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেছেন।

মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, ‘যদি একদিন’ ছবিতে ছোট্ট রাইসার সঙ্গে তাহসানের বাবা-মেয়ের এক দারুণ রসায়ন ফুটে উঠেছে। সেই সঙ্গে তাহসান-শ্রাবন্তীর প্রেম-বিরহের কিছুটা আঁচ পাওয়া যাবে। বললেন, ‘সব মিলিয়ে আমাদের দেশের একটি পরিবারের গল্প উঠে এসেছে এই ছবিতে।’

‘যদি একদিন’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের সবাইকে একসঙ্গে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে হবে। আমি অনেক আশাবাদী। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে বেঙ্গল মাল্টিমিডিয়া ও আরটিভি চলচ্চিত্রকে সুস্থ বিনোদনের ধারায় ফিরিয়ে আনার চিন্তা করে আসছিল। তাই দর্শককে হলমুখী করতে আমরা নির্মাণ করেছি “যদি একদিন”। আপাতত মুক্তির তারিখ জানানো হলো। কিছুদিনের মধ্যেই ছবিটির হল পরিকল্পনা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এটি পারিবারিক ও রুচিশীল গল্পের একটি ছবি। আমি বলব, আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন। আশা করি ভালো লাগবে।’

গত ৩১ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃপক্ষ বিনা কর্তনে ‘যদি একদিন’ ছবিকে ছাড়পত্র দিয়েছে। এর আগে গত বছরের ৬ ডিসেম্বর সন্ধ্যায় ইউটিউবে আরটিভি ড্রামা চ্যানেলে ছবিটির টিজার উন্মুক্ত করা হয়। এরই মধ্যে টিজারটি দারুণ প্রশংসিত হয়েছে। এরপর গত ৩ জানুয়ারি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে ছবিটির ‘লক্ষ্মীসোনা’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়।