Thank you for trying Sticky AMP!!

শিল্পকর্মেও তাঁদের এই ভালোবাসা প্রকাশ করেন ভক্তরা

ভক্তের তুলিতে জয়া

ঢাকা কিংবা কলকাতা—দুই জায়গায় জনপ্রিয় জয়া আহসান। প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। মাঝে মাঝে শিল্পকর্মেও তাঁদের এই ভালোবাসা প্রকাশ করেন ভক্তরা। চলুন, দেখে নেওয়া যাক ভক্তের তুলিতে কেমন লাগছে জয়া আহসানকে।

রাকা ব্যানার্জির তুলিতে শাপলার রঙে রাঙা জয়া আহসান। ছবির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’।
পাশের ছবিটি এভাবেই ক্যানভাসে তুলে এনেছেন সুব্রত ঘোষ।
শ্রেয়সী দের পেনসিল-পেপারে উঠে এসেছেন সাদা–কালো জয়া।
নবব্রত দাশের এই ছবিটি আঁকতে লেগেছিল পাঁচ ঘণ্টা।
‘তিনি প্রমাণ করেছেন বয়স সংখ্যা মাত্র’। ক্যাপশনে লিখেছেন সৈকত সেনাপতি।
এই ছবিটি এম ডি আরিফ হোসেন মাহমুদের আঁকা।
সাইমুম রাফির তুলিতে হাস্যোজ্জ্বল জয়া আহসান।
বাঁয়ে আলোকচিত্র, ডানে শিল্পকর্ম। কলকাতার শ্রমণা সাধুর কাছে এটিও নাকি ‘পারফেক্ট’ নয়!
শ্রমণা সাধুর এই ছবিটি আঁকতে সময় লেগেছে ১৫ ঘণ্টা!
বিপুল শংকর বোসের জলরঙে আঁকা ছবিটির ক্যাপশন ছিল ‘গর্জিয়াস’।
জয়ার সাদা–কালো ছবি, অঙ্কনে শুভম সেনগুপ্ত।
মাইশা রাফার পেনসিল ও পেপারে জয়া আহসান। ক্যাপশন, ‘যাঁকে আমি সম্মান করি, তাঁর জন্য ছোট্ট উপহার।’
সুস্মিতা হালদারের ডিজিটাল পেইন্টে আঁকা জয়া আহসান। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি পছন্দের ছিলেন, পছন্দের আছেন, পছন্দের থাকবেন।’