Thank you for trying Sticky AMP!!

মধুর ক্যানটিনে 'মধুর ক্যানটিন' ছবির শুটিং

‘মধুর ক্যানটিন’ ছবির মহরত অনুষ্ঠানে অতিথিরা

‘মধুদার চরিত্রে অভিনয়ের জন্য অনেক স্টাডি করেছি। মধুদার পরিবারের সদস্যদের সঙ্গে বসেছি। মধুদা কেমন ছিলেন, কীভাবে কথা বলতেন, তাঁর চালচলন কেমন ছিল, তা রপ্ত করার চেষ্টা করেছি। আমি খুব ভালো অভিনেতা নই। কিন্তু মধুদার চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।’ বললেন ওমর সানী। ‘মধুর ক্যানটিন’ ছবিতে তিনি মধুদার চরিত্রে অভিনয় করছেন। গত রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি পরিচালনা করছেন সাঈদুর রহমান সাঈদ।

‘মধুর ক্যানটিন’ ছবির মহরত অনুষ্ঠানে কথা বলেন মৌসুমী

মহরতের পর মধুর ক্যানটিন এলাকায় শুটিং করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে কাজ শুরু করেছি। এখন “মধুর ক্যানটিন” সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছি। জীবনের সঙ্গে সিনেমার গল্পের এই যে যোগসূত্র তৈরি, এটা সত্যিই আমার কাছে অন্য রকম লাগছে। মধুর ক্যানটিন একটি ঐতিহাসিক স্থান। অনেক স্মৃতিবিজড়িত জায়গা। যে উদ্দেশ্য নিয়ে পরিচালক সিনেমাটি নির্মাণ করছেন, তা যেন সফল হয়।’

মহরত অনুষ্ঠানে জানানো হয় ‘মধুর ক্যানটিন’ ছবিতে মধুদার জীবনের ১৯৬৪ থেকে শুরু হয়ে ১৯৭১ সময়টাই উঠে আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান।