Thank you for trying Sticky AMP!!

মিমির রোগ প্রতিরোধী টোটকা

কোয়ারেন্টিনে থেকেও রাষ্ট্রীয় কাজ করছেন মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম

ইংল্যান্ডে গিয়েছিলেন টালিগঞ্জের অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ মিমি চক্রবর্তী। ফলাফল, ফেরার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টিন। সেই ১৪ দিন এখনো শেষ হয়নি। ঘর থেকে বের হচ্ছেন না তিনি। ঘরে বসেই রাষ্ট্রীয় কাজ করছেন। নিজ এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণের সমন্বয় থেকে শুরু করে ভিডিও বানিয়ে সাধারণ মানুষকে সচেতন করা, সবই করছেন তিনি। পাশাপাশি ভক্তদের দিচ্ছেন রোগ প্রতিরোধী টোটকা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি রেসিপি দিয়েছেন তিনি। গতকাল দিয়েছেন হার্বাল টি বানানোর নিয়ম। কোয়ারেন্টিনে থেকে রান্নাঘরে যাওয়া মানা, তাই রান্নাঘরের জিনিসগুলোকে টেনে নিয়ে এসেছেন বাইরে। মিমি লিখেছেন, ‘আমি একটু তাড়াহুড়ো করে করেছি। আপনারা পানিটি অন্তত এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেবেন, যাতে উপকরণগুলো ঠিকমতো মিশে যায়।’

যেভাবে তৈরি করা হবে সেই টোটকা:
তুলসী পাতা ৫ থেকে ৬টি
মিন্ট পাতা ৫ থেকে ৬টি
হলুদগুঁড়া ১ চামচ
অরেঞ্জ পিল বা লেমন পিল (স্বাদমতো)
একটি গ্রিন টি–ব্যাগ
অল্প একটু হিবিসকাস চা এবং হোয়াইট চা (প্রয়োজনে)
কিছুটা গোলমরিচ।
এগুলোর সঙ্গে মধু মিশিয়ে খেয়ে নিন

মিমিকে দেখা যাবে ‘ড্রাকুলা স্যার’ ছবিতে। ছবি: ইনস্টাগ্রাম

চলচ্চিত্রে আসার আগে মডেলিং করতেন মিমি। ‘ফেমিনা মিস্‌ ইন্ডিয়া’ নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। ‘চ্যাম্পিয়ন’ নামে একটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘গানের ওপারে’ নামের এক ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শক ও প্রযোজকদের নজর কাড়তে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান সব অভিনয়শিল্পী। আর চিত্রনাট্য লিখেছিলেন খ্যাতিমান চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। ২০১২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘বাপি বাড়ি যা’ সিনেমায় নায়িকা হিসেবে মিমির অভিষেক হয়। তারপর থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন তিনি। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তাঁকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের সাংসদ।

‘ড্রাকুলা স্যার’ ছবিতে মিমি চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম

মিমি চক্রবর্তীকে আবার দেখা যাবে ‘ড্রাকুলা স্যার’ ছবিতে। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি পয়লা মে মুক্তির কথা ছিল। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও মিমির ইনস্টাগ্রাম