Thank you for trying Sticky AMP!!

শ্রীলঙ্কার হামলায় স্তব্ধ ঢাকার তারকারা

মোস্তফা সরয়ার ফারুকী, শারমিন সুলতানা সুমী, চঞ্চল চৌধুরী, কোনাল, তাসকিন

হলিউড, বলিউডের মতো শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে বোমা হামলার ঘটনায় শোকে স্তব্ধ বাংলাদেশের তারকারাও। ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হতবাক কেউ কেউ। আবার কেউ সত্যিই ছিলেন স্তব্ধ। কেবল ঘটনা নিয়ে প্রকাশিত খবর শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ আবার জানিয়েছেন সমবেদনা।

গত রোববার সকালে ইস্টার সানডের আয়োজন ঘিরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার পাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনার পরে চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘কতগুলো জীবন! নিজেদের মাহাত্ম্য প্রমাণের জন্য চার্চের নিরীহ মানুষদের মেরে কতগুলো নির্বোধের এ কেমন সন্ত্রাসী কর্মকাণ্ড! এই ভয়াবহতার চিত্র যাতে দেখতে না হয়, সে জন্য সারা দিন অনলাইন এড়িয়ে চলেছি।’

শ্রীলঙ্কার ঘটনায় স্তব্ধ ‘ঢাকা অ্যাটাক’ ছবির খলনায়ক তাসকিন রহমান। ভীত-সন্ত্রস্তের সংলাপের মতো করে ফেসবুকে লিখেছেন, ‘৫শ আহত, ২৯০ জনের বেশি নিহত। আমাদের সামনে খাবার, তাদের শরীরগুলো ছড়িয়ে আছে মেঝেতে। আমরা ফেসবুক-হিরো, তাঁরা জীবন্ত শিকার। আমরা জীবিত, তাঁরা নিহত।’

শ্রীলঙ্কায় বেশ কয়েকজন বন্ধু আছে চিরকুট ব্যান্ডের শিল্পী শারমিন সুলতানা সুমীর। তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে এই শিল্পী ফেসবুকে লিখেছেন, ‘শ্রীলঙ্কা পৃথিবীর সুন্দরতম দেশগুলোর একটি। সেখানকার মানুষগুলো ভীষণ বন্ধুত্বপূর্ণ, নম্র ও অমায়িক। কয়েক বছর ধরে এই দেশ ও তার সংস্কৃতির সঙ্গে আমি জড়িয়ে আছি। দেশটিতে মানবজাতির জন্য অবমাননাকর ঘটনাটির খবর পড়ে আমার হৃদয় রক্তাক্ত হয়েছে। প্রার্থনা ও প্রত্যাশা করি, আমার বন্ধু কৌশল নবরত্ন পেরেইরা, মিনলি পেইরিস, সুদরাকা অর্থনায়েকে, চঞ্চলা গুনবর্ধনা, শেনি ধর্মবর্ধনা, শালুক কোটাগামাসহ সবাই নিরাপদে আছেন এবং তাঁদের মনোবল ধরে রেখেছেন।’

শ্রীলঙ্কার বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশও। বিস্ফোরণের সময় সেখানে অবস্থান করছিলেন বেশ কিছু বাঙালি। তাঁদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের পরিবারের কয়েকজন সদস্য। বিস্ফোরণের সময় একটি রেস্তোরাঁয় নিহত হয় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী। মা-বাবা ও ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল সে। উঠেছিল স্থানীয় একটি হোটেলে। নিহত জায়ানকে নিয়ে ‘দেবী’ ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন—

জায়ান
তোমার মায়াভরা মুখটা বলে দেয়,
এই নোংরা পৃথিবীটা বাসের অযোগ্য...
কষ্ট লাগে তোমার জন্য,
তোমার আপনজনদের জন্য...
পিতা হিসেবে সকল শিশুর জন্য...
এমন পৃথিবী আমরা চাইনি.... .
সকল শিশুর জন্য নিরাপদ পৃথিবী চাই...
সকল মানুষের জন্য সুন্দর পৃথিবী চাই...
ধর্মের নামে সকল অধর্ম বন্ধ হোক...

সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল লিখেছেন, ‘আল্লাহই জানেন, নিরীহ মানুষ মেরে তোমরা কোনো স্বর্গে যাচ্ছ!’