Thank you for trying Sticky AMP!!

সেতুমন্ত্রীর উপন্যাস নিয়ে চলচ্চিত্রে ফেরদৌস

ওবায়দুল কাদের ও ফেরদৌস

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করা হবে। উপন্যাসটির নাম ‘গাঙচিল’। উপন্যাসের সঙ্গে মিল রেখে চূড়ান্ত হয়েছে ছবির নাম। ‘গাঙচিল’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এর আগে ‘এক কাপ চা’ ছবিটি তিনি পরিচালনা করেন। জানালেন, আগামী নভেম্বরে তাঁর নতুন ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস।

ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান আর ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। এ মাসের মধ্যে চিত্রনাট্য তৈরির কাজ পুরোপুরি শেষ হবে।

আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এত কিছু যে হচ্ছে, আমি তো আসলে জানিই না। বেশ কিছুদিন আগে পরিচালক নেয়ামূল এসেছিল, সে আগ্রহ দেখিয়েছে। এরপর সে আরও কয়েকবার বিষয়টি নিয়ে কথা বলেছে। আমার এলাকায় গাঙচিল নামে একটা চর আছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় এই উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেটাই উপন্যাসে তুলে ধরেছি। ওখানে কয়েকটি এনজিও কাজ করছে। একটু রোমান্টিক গল্প আছে।’

নিজের উপন্যাস থেকে ছবি নির্মাণ হচ্ছে, কেমন লাগছে? ওবায়দুল কাদের বলেন, ‘আগে তৈরি করুক, আলোর মুখ দেখার আগে আমি তা নিয়ে কিছু বলব না।’

জানা গেছে, উপন্যাসটি বই আকারে বের হওয়ার পরই তা নিয়ে আরেকজন পরিচালক ছবি তৈরির উদ্যোগ নিয়েছিলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ছবিটি হওয়ার কথা ছিল, কিন্তু তখন তো হয়নি। আগে যাঁর কাজ করার কথা ছিল, সে ফিন্যান্সিয়াল ব্যাপারে সমস্যা করেছিল।’

২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় উপন্যাস ‘গাঙচিল’। সময় প্রকাশন থেকে প্রকাশিত এই উপন্যাসে নোয়াখালীর চরাঞ্চলের একটি গ্রামের মানুষের জীবনযাপন তুলে ধরেন ওবায়দুল কাদের।

এদিকে নেয়ামূল বলেন, ‘উপন্যাসটি পড়ে ভালো লেগেছে। নতুন ছবির জন্য এমন একটি প্লট অনেক দিন ধরে খুঁজছিলাম। উপন্যাসটি পড়ার পর লেখকের সঙ্গে কথা বলেছি। এরপর আমি চিত্রনাট্য তৈরির কাজে নেমে যাই। পাশাপাশি শিল্পী নির্বাচনের কাজ চলছে। এরই মধ্যে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।’