Thank you for trying Sticky AMP!!

হয়ে গেল ১৫তম লালন সাঁই বটতলা সাধুসঙ্গ

সূচনা পর্বের এক অংশে গাইছেন শিল্পী। ছবি: আনন্দ

ইছামতীর পাড়ে ছোট্ট খেয়াঘাট পার হলেই মুন্সিগঞ্জের দোসরপাড়া পদ্মহেম ধামের বিরাট সবুজ মাঠের শালিকের ঝাঁক আপনাকে স্বাগত জানাবে। টলটলে পানিতে পানকৌড়ির ভেসে বেড়ানো দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় পদ্মহেম ধামের মূল আখড়াবাড়িতে। আখড়ার সামনের বয়সী বটবৃক্ষের নিচে ১৪ বছর ধরে লালনভক্ত সাধুগুরুরা সেখানেই বসেছেন সাধুসঙ্গে। সেখানেই গত ২৬ ডিসেম্বর হয়ে গেল ১৫তম লালন সাঁই বটতলা সাধুসঙ্গ।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হয়ে ১৫তম সাধুসঙ্গের সূচনার ঘোষণা দেন। তারও আগে এই ধামের সভাপতি নহির শাহ লালনের বাণী পরিবেশন করে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু করেন। ভারতের নদিয়া থেকে আসা ইলা মা গেয়ে শোনান ‘আমি ওই চরণে দাসের যোগ্য নই’। সাধুসঙ্গের সূচনাপর্বে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, ভূমি মন্ত্রণালয়ের একান্ত সচিব রাজ্জাকুল ইসলাম। 

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির একতারা শাহ্​ জানান, অতিথি বিদায়ের পর অধিবাস গ্রহণের মাধ্যমে শুরু হয় মূল সাধুসঙ্গের আসর। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আসর মাতিয়ে রাখেন নহির শাহ, ইলা মা, টুনটুন বাউল, আরিফ বাউল, আঁখি ফকিরানী, বুড়ি ফকিরানী। ভোরের আলো ফোটার পর গোষ্ঠ গানের মাধ্যমে শেষ হয় সাধুসঙ্গের এই আসর।