Thank you for trying Sticky AMP!!

'দেবী' দেখার অপেক্ষায় রুদ্রনীল

নন্দনের সামনে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন রুদ্রনীল। ছবি: প্রথম আলো

কলকাতার জনপ্রিয় তারকা রুদ্রনীল ঘোষ অপেক্ষায় আছেন বাংলাদেশের চলচ্চিত্র ‘দেবী’ দেখার। গতকাল বুধবার রাতে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু নন্দনে বসে কথা হয় রুদ্রনীলের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রগুলো আমার দেখা। সম্প্রতি “আয়নাবাজি” আর “ডুব” দেখেছি। এখন অপেক্ষায় আছি আমাদের বন্ধু জয়া আহসানের “দেবী” দেখার জন্য। কলকাতা বা বাংলাদেশ যেখানেই সুযোগ পাব, দেখে নেব ছবিটি। শুনেছি, ছবিটি বাংলাদেশের মানুষ খুব দেখছে।’

কথা প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ জানান, শুধু জয়া আহসানই নন, তাঁর বন্ধুতালিকায় আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীও। তাঁদের যেকোনো নাটক বা চলচ্চিত্র হাতের কাছে পেলে আর মিস করেন না। বেশির ভাগ সময় ইউটিউবে দেখেন তাঁদের নাটকগুলো।

রুদ্রনীল ঘোষ বলেন, ‘আমি আসলে বেছে বেছে সিনেমা দেখি না। কারণ, এখনকার পরিচালকেরা ক্রিজে নেমে ধীরে ধীরে সেট হয়ে চার-ছক্কা মারেন এমন নয়, তাঁরা নেমেই চার-ছক্কা মারেন। তাই নতুন বা পুরোনো পরিচালক বলে কথা নেই। সব পরিচালকের ছবিই আমি দেখি।’

গতকাল বুধবার কলকাতার সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেখানো হয় রুদ্রনীল অভিনীত ‘কেদারা’ ছবিটি। এটি পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাঁর সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি। ছবিটি উৎসেবই উদ্বোধনী প্রদর্শনী হয়।