Thank you for trying Sticky AMP!!

অস্কারে ভারতের প্রতিনিধি 'গাল্লি বয়'

‘গাল্লি বয়’ ছবির দৃশ্যে রণবীর সিং ও আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

৯২তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে ভারত থেকে প্রতিনিধিত্ব করবে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গাল্লি বয়’ ছবিটি। পরিচালনা করেছেন জোয়া আখতার। আজ শনিবার বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এবার অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ২৭টি ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে জুরিবোর্ড ‘গাল্লি বয়’ ছবিটিকে মনোনীত করেছে।

অস্কারের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য ছবি নির্বাচনের জন্য গঠিত জুরিবোর্ডে সদস্য ছিলেন দ্য ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারপারসন অপর্ণা সেন, প্রতিম ডি গুপ্ত, দেবজ্যোতি মিশ্র, অশোক বিশ্বনাথনসহ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।

মুম্বাইয়ের স্ট্রিট র‌্যাপারদের জীবনের গল্প নিয়ে এই ছবির কাহিনি। একজন র‍্যাপার কীভাবে তাঁর স্বপ্ন সফল করেন, তা-ই তুলে ধরা হয়েছে। ছবিটির প্রিমিয়ার হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসবে। এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। ৮৪ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিস থেকে আয় করেছে ২৩৮ কোটি রুপি।