Thank you for trying Sticky AMP!!

প্রভাস, শাহরুখ আর নানি

আটকে থাকা লিফটে প্রভাস, শাহরুখ আর নানি

নাভিন বাবু ঘণ্ট। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত ‘নানি’ নামে। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার–জাতীয় সিনেমা ভি দিয়ে। এখানে নানির বিপরীতে দেখা গেছে অদিতি রাও হায়দরিকে। এ ছবির প্রচারণায় নানি সম্প্রতি একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে। সেখানে মজার মজার সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

মজার মজার সব প্রশ্নের উত্তর দিয়েছেন নানি

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে প্রভাস এ মুহূর্তে সবচেয়ে বড় তারকাদের একজন। তাই ঘুরেফিরে নানির কাছে প্রশ্ন এল দক্ষিণের এই তারকাকে নিয়েই। ‘ধরুন, একটা ছবির প্রস্তাব এল। ছবিতে আপনি আর প্রভাস। কী করবেন?’ এ প্রশ্নের উত্তরে নানি বললেন, ‘বরং বলুন, কী করব না! এ সিনেমার জন্য যা কিছু করার, তার সবই করব। ঝাঁপিয়ে পড়ব। সবাই তাই-ই করবে। আর প্রভাস নিজেও তা জানে। যে কেউ তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকে।’

স্ত্রীর সঙ্গে নানি
দক্ষিণ ভারতীয় তারকাদের কাছে তাঁদের ইন্ডাস্ট্রির তারকারাই সত্যিকারের হিরো। বলিউডের সিনেমা, গল্প, পরিচালনা ও বলিউড তারকাদের তাঁরা ‘ওভাররেটেড’ মনে করেন। বলিউড ইন্ডাস্ট্রিই তাঁদের কাছে একটা ওভাররেটেড ইন্ডাস্ট্রি। দক্ষিণের অনেক তারকাই সরাসরি কিংবা ইশারায় এ কথা বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। বাদ গেলেন না নানিও।

‘মনে করুন, একটা লিফটে আপনি, প্রভাস আর শাহরুখ খান আছেন। হঠাৎ লিফটটা আটকে গেল। তখন কী করবেন?’ নানি হাসতে হাসতে বললেন, ‘আমি আর প্রভাস তেলেগু ভাষায় গল্প করতে শুরু করব। আর শাহরুখ খান কিছুই বুঝবে না।’

দক্ষিণ ভারতীয় তারকাদের কাছে তাঁদের ইন্ডাস্ট্রির তারকারাই সত্যিকারের হিরো। বলিউডের সিনেমা, গল্প, পরিচালনা ও বলিউড তারকাদের তাঁরা ‘ওভাররেটেড’ মনে করেন। বলিউড ইন্ডাস্ট্রিই তাঁদের কাছে একটা ওভাররেটেড ইন্ডাস্ট্রি। দক্ষিণের অনেক তারকাই সরাসরি কিংবা ইশারায় এ কথা বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। বাদ গেলেন না নানিও।

লিউডের সিনেমা, গল্প, পরিচালনা ও বলিউড তারকাদের তাঁরা ‘ওভাররেটেড’ মনে করেন। বলিউড ইন্ডাস্ট্রিই তাঁদের কাছে একটা ওভাররেটেড ইন্ডাস্ট্রি

‘ফ্লপ সিনেমার জন্য অনুশোচনা হয়? যে সিনেমা না করলেও পারতেন?’ ‘আফসোসের কোনো প্রশ্ন আসে না। কারণ, আমি আমার পুরোটা দিয়ে ওই চরিত্র হয়ে উঠি। আর প্রতিটা সিনেমাই দারুণ কিছু অভিজ্ঞতা দেয়, স্মৃতি জড়ো হয়। অভিনেতা হিসেবে শেখায়, পরিণত করে। সিনেমাটা হিট করবে কি না, তা আমার হাতে নেই। তাই আক্ষেপের কোনো জায়গা নেই।’

ভি সিনেমাটি অল্প দিনেই দারুণ সাড়া ফেলেছে। ট্রেলার প্রকাশিত হওয়ার পর দেখা হয়েছে আড়াই কোটির বেশি বার।

ছেলের সঙ্গে নানি