Thank you for trying Sticky AMP!!

ঐশ্বরিয়ার নায়ক উইল স্মিথ!

উইল স্মিথ ও ঐশ্বরিয়া রাই বচ্চন

ধরা যাক আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছেন উইল স্মিথ। সেটা থেকে বেরিয়ে আসা দৈত্যকে তিনটি ইচ্ছার কথা বলতে হবে তাঁকে। কী হবে সেই তিন ইচ্ছা? অন্য দুটির কথা বাদ। তৃতীয় ইচ্ছাটি হচ্ছে, ঐশ্বরিয়া রাই বচ্চনের নায়ক হতে চাইবেন তিনি।

গত শনিবার নিজের এই বিশেষ ইচ্ছার কথা প্রকাশ করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তিনি বলেন, ‘বলিউড ছবির একটি নাচের দৃশ্যে অভিনয়ের ইচ্ছে আছে। ১৫ বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে পরিচয় হয়েছিল। আমরা একসঙ্গে কিছু একটা করতে চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তাঁর সঙ্গে একটা ছবি করার ইচ্ছে ছিল।’

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে পরিচালক ফারহান আখতারের সঙ্গে একটি আলোচনা পর্বে অংশ নেন উইল স্মিথ।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের ওপর থেকে লাফিয়ে পড়ে ৫০তম জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেতা উইল স্মিথ। ‘আলী’, ‘পারসুট অব হ্যাপিনেস’, ‘ইনডিপেনডেন্স ডে’, ‘আই অ্যাম লিজেন্ড’ ও ‘সুইসাইড স্কোয়াড’ ছবিগুলো তাঁকে দিয়েছে পরিচিতি ও খ্যাতি। বিশেষ করে ২০০১ সালে বক্সার মোহাম্মদ আলীর জীবনীভিত্তিক ছবি ‘আলী’ তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি কাজ। এ ছবিটি তাঁকে শিল্পীতে পরিণত করেছে। উইল স্মিথের মতে, ‘এ ছবিটি আমাকে বদলে দিয়েছে।’

মোহাম্মদ আলীর সঙ্গে একটি স্মৃতির কথা মনে করে তিনি বলেন, ‘একসঙ্গে বসে ছবিটি দেখার সময় আমি তাঁর পেছনে ছিলাম। প্রথম এক ঘণ্টা তিনি নড়েননি। মনে করেছিলাম, ছবিটা বুঝি তাঁর পছন্দ হয়নি। একটি দৃশ্য ছিল, আমি চিৎকার করে তাঁর স্ত্রীকে বলছি, “আমি কি উন্মাদ?” তিনি পেছনে ঘুরে আমাকে বলেছিলেন, “দারুণ একটা কাজ দেখিয়েছেন!”’

অভিনয় শুরু করার আগে হিপ-হপ গান করতেন উইল স্মিথ। অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তাঁর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংগীত থেকে চলচ্চিত্রে চলে আসাটা ইচ্ছাকৃত ছিল না। রাজস্ব বিভাগ আমার সবকিছু কেড়ে নেয়, আমাকে চলে যেতে হয় লস অ্যাঞ্জেলেসে। ফিলাডেলফিয়া থেকে আমি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাই। ভীষণ ভেঙে পড়েছিলাম। অ্যালবামটি ফ্লপ হয়, লাখ লাখ ডলার ক্ষতির মুখে পড়ি।’

উইল স্মিথ জানান, শৈশব ভীষণ দুঃসহ ছিল তাঁর। তিনি চাননি তাঁর সন্তানকেও সে রকম একটি জীবনের মুখোমুখি হতে হোক। তিনি বলেন, ‘যেমনটি চেয়েছিলাম, আমার শৈশব সে রকম ছিল না। বেড়ে উঠতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। সে জন্যই নিজের ছেলের ক্ষেত্রে আমার চাওয়াটা ছিল ভিন্ন। আমাদের সব সময়ের প্রত্যাশা ছিল একটা সুখী পরিবার।’

ছেলে জ্যাডেন অভিনীত ২০১০ সালের ছবি ‘দ্য কারাতে কিড’ নিয়ে উইল স্মিথ গর্বিত। তিনি মনে করেন, জীবনে তাঁর যত অর্জন, এসবের পেছনে রয়েছে তাঁর পরিবার। ডেকান ক্রনিকল