Thank you for trying Sticky AMP!!

করোনায় আক্রান্ত রণবীর কাপুর

রণবীর কাপুর

বলিউড অভিনেতা রণবীর কাপুর ভালো নেই। আজ মঙ্গলবার সকাল থেকেই বলিউডে তাঁকে নিয়ে এমন কথা শোনা যাচ্ছে। এ নিয়ে চিন্তায় পড়ে গেছেন কাপুর পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরাও। তবে অসুস্থ বোধ করামাত্র যথাযথ পদক্ষেপ নিয়েছেন রণবীর। মুম্বাইয়ে নিজ বাসায় আইসোলেশনে চলে যান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর। নিশ্চিত হওয়ার জন্য ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো কাপুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পরিবারের জ্যেষ্ঠ সদস্য রণধীর কাপুর জানিয়েছেন, রণবীর অসুস্থ। তবে এর চেয়ে বেশি কিছু বলতে পারেননি তিনি। এতে সংশয় আরও বেড়ে যায় ভক্তদের। ইনস্টাগ্রামে রণবীরের মা নীতু কাপুরও জানান, রণবীর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, রণবীর কাপুর আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। তবে এখনো জটিল কোনো শারীরিক অসুস্থতা নেই। শিগগিরই সুস্থ হয়ে উঠবে তিনি।

রণবীর কাপুর।

কাপুর পরিবারের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে রণবীর কাপুর শুটিং ফ্লোরে ফিরতে পারবেন। করোনায় আক্রান্ত হলেও কোনো ধরনের শারীরিক জটিলতা যেহেতু নেই, সেহেতু আপাতত ভয়েরও কিছু নেই।

এদিকে রণবীর কাপুরের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন ভক্তরা। তাঁরা নীতু কাপুরের ইনস্টাগ্রাম পোস্টের নিচে প্রিয় অভিনেতার আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘ওহ গড। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো রণবীর কাপুর। সবাই তাঁর দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করুন।’ আরেক ভক্ত লিখেছেন, ‘কিছুই হবে না আপনার, রণবীর কাপুর। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’

রণবীর কাপুর।

যদিও রণবীর কাপুর নিজে তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনো তেমন কিছুই বলেননি। এমনকি কবে বা কীভাবে কোভিড-১৯-এ আক্রান্ত হলেন তিনি, এ নিয়ে কিছুই জানানো হয়নি কাপুর পরিবারের পক্ষ থেকে।

রণবীর ব্যস্ত ছিলেন প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে। ছবির প্রযোজনা–পরবর্তী কাজ চলছে। এ ছাড়া রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যাবে ‘শামসেরা’ ছবিতে। এই ছবিতে বাবা-ছেলে—দুই চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি রণবীর কাপুরের বৃদ্ধ চেহারার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এসব ছাড়া তাঁর হাতে আছে ‘অ্যানিমেল’ এবং লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবি।