Thank you for trying Sticky AMP!!

কাকে টুকরো টুকরো করতে চেয়েছিলেন লতা!

মিনা খাদিকারের লেখা জীবনীগ্রন্থ হাতে লতা মঙ্গেশকর

তরুণ বয়সে ভীষণ রগচটা ছিলেন শিল্পী লতা মঙ্গেশকর। যে কারণে দুষ্টু লোকেরা তাঁর ধারেকাছে ঘেঁষতে ভয় পেত। কেউ উল্টোপাল্টা কিছু করলে বিপদে পড়ে যেত। গুজব ছড়ানোর জন্য একবার একজনের ওপর তিনি এমন ক্ষেপে গিয়েছিলেন যে, তাঁকে টুকরো টুকরো করে ফেলতে চেয়েছিলেন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে শিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন মিনা খাদিকারের জীবনীগ্রন্থ ‘মথি টিচি সাওলি’। লতার জীবনের নানা অজানা বিষয় উঠে এসেছে সেই বইতে। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে লতা বলেছেন, ‘আমার ব্যাপারে মিনার থেকে বেশি কে-ই বা জানবে। আমরা পিঠাপিঠি বোন। মিনার মেয়ে র‍চনা আমার খুব কাছের। সে-ই তো আমার জীবনীগ্রন্থের ইংরেজি সংস্করণ করছে।’

লতা মঙ্গেশকরের বোন মিনা খাদিকারের লেখা জীবনীগ্রন্থে লতা সম্পর্কে লেখা হয়েছে একটি মজার তথ্য। এক গীতিকবির ওপর খেপেছিলেন তিনি। নাকশাব জার্চাওয়ি নামের এক গীতিকবিকে কেটে টুকরো টুকরো করতে চেয়েছিলেন তিনি। সে প্রসঙ্গে লতা বলেন, ‘ঠিক তেমন নয়। কিন্তু তাঁর ওপর ভীষণ রাগ করেছিলাম। সামনাসামনি ভীষণ বকাও দিয়েছিলাম। তিনি নিজের সঙ্গে আমার নাম জড়িয়ে গুজব রটিয়েছিলেন। বেচারা মারা গেছেন। তখন আমি অনেক রগচটা ছিলাম। আমার সামনে কেউ উল্টাপাল্টা করতে ভয় পেত।’

বইয়ের মোড়ক খোলার অনুষ্ঠানে মিনা খাদিকার, ঊষা মঙ্গেশকর ও লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকরের সাহসিকতার এই ঘটনা ‘#মি টু’ আন্দোলনকে অনুপ্রাণিত করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে কর্মজীবী নারীদের সম্মান ও মর্যাদা দিতে হবে, একটু জায়গা দিতে হবে। যদি সেটা কেউ না দেয়, তাঁদের উচিত শিক্ষা দেওয়া উচিত।’

শিগগির প্রকাশিত হবে লতা মঙ্গেশকরের জীবনীগ্রন্থ। ইংরেজি ও হিন্দি দুটি সংস্করণে সেটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন শিল্পী। যদিও এখন পর্যন্ত তাঁর বেশ কটি জীবনীগ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু সেগুলোর ওপর আস্থা নেই শিল্পী লতা মঙ্গেশকরের। তিনি বলেছেন, ‘অনেকেই অনুমতি না নিয়েই আমার জীবনী লিখেছে। এমনকি কেউ কেউ তো তথ্যের সত্যতাও নিশ্চিত করে নেয়নি।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।