Thank you for trying Sticky AMP!!

তাঁদের প্রথম দেখা

বাস্তব জীবনে এখন তাঁরা সফল জুটি। কেমন ছিল তাঁদের প্রথম দেখার দিনটি? প্রথম দেখায়ই কি প্রেমে পড়েছিলেন? নাকি একটু একটু করে কাছাকাছি আসা? বলিউডের সফল জুটিদের প্রথম সাক্ষাৎ নিয়ে আজকের আয়োজন।

দিল্লিতে একটি ক্লাবের পার্টিতে প্রথম দেখা হয়েছিল শাহরুখ খান ও গৌরী খানের। ওই ক্লাবেরই সুইমিং পুলের ধারে পাঁচ মিনিট কথা হয়। দুজনেই ছিলেন নার্ভাস কিন্তু রোমাঞ্চিত। তাতে কী? গৌরীর কাছ থেকে ফোন নম্বর নিতে ভোলেননি কিং খান।
ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিষেক ছবি ‘অওর পেয়ার হো গায়া’-র সেটে দেখা হয়েছিল অভিষেক বচ্চনের সঙ্গে। কিন্তু তাঁদের প্রেম শুরু ‘বান্টি অওর বাবলি’র সেটে। ওই ছবিতে একটি নাচের দৃশ্যে অংশগ্রহণ করেছিলেন ঐশ্বরিয়া।
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের দেখা হওয়ার বিষয়টা একটু ভিন্ন। দুজন যদিও কাছাকাছি আসেন সঞ্জয় লীলা বনশালীর ‘রাম-লীলা’ ছবি করার সময়; তবে রণবীরের ভাষ্য, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম দীপিকাকে দেখেছিলেন তিনি। অন্যদিকে, দীপিকা প্রেমিক রণবীরকে প্রথম দেখেন একটি স্টুডিওতে। সেখানে রণবীর মেয়েদের সঙ্গে ফ্লার্ট করছিলেন।
১১ বছর বয়সে আলিয়ার দেখা হয় রণবীর কাপুরের সঙ্গে। তখন থেকেই আলিয়ার ‘ক্রাশ’ এ অভিনেতা। অবশেষে পছন্দের মানুষের সঙ্গেই প্রেম, গড়াচ্ছে বিয়ের দিকে।
সরাসরি নয়, প্রিয়াঙ্কা আর নিক জোনাসের যোগাযোগ হয় টুইটার মারফত। নিক জোনাস বলিউড এই অভিনেত্রীকে ম্যাসেজ পাঠিয়েছিলেন এই বলে, ‘আমার কিছু মিউচুয়াল ফ্রেন্ডের কাছে শুনেছি, আমাদের নাকি দেখা হওয়া উচিত।’
‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার প্রচারণার সময় দেখা হয় সোনম কাপুর ও আনন্দ আহুজার। পরে সোনমের এক বন্ধু আনন্দের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। সোনম তাঁর স্বামী আনন্দের সঙ্গে প্রথম যেদিন ‘ডেট’ করতে যান, সেদিন খুবই বাজে একটি জুতা পরেছিলেন। সোনমের মতে, তবুও সোনমের প্রেমে পড়েছিলেন আনন্দ।
যদিও পারিবারিকভাবেই তাঁদের বিয়েটা হয়েছে, দুজনের দেখা হয়েছিল কিন্তু পরিবারের অগোচরে। মীরা রাজপুতের বয়স তখন ১৬ বছর। কাছের কয়েকজন বন্ধুকে নিয়ে একটি সুফি কনসার্ট দেখতে গিয়ে শহীদ কাপুরের সঙ্গে দেখা। পরে বিয়ে নিয়ে তাঁদের দীর্ঘ আলাপ হয়। অবিশ্বাস্য হলেও সত্য, সাত ঘণ্টা আলাপ করেছিলেন দুজন।
একটা শ্যাম্পুর বিজ্ঞাপনে প্রথম দেখা। মজা করার জন্য আনুশকা শর্মার সঙ্গে খুবই উদ্ভট ধরনের কৌতুক বলেছিলেন বিরাট কোহলি। তারপর থেকে তাঁরা কাছাকাছি আসতে থাকেন। প্রেম, অতঃপর বিয়ে।