Thank you for trying Sticky AMP!!

পরিবারই যেখানে বড় ডিজাইনার

বলিউড অভিনেত্রীদের বিয়ে মানেই ঝলমলে পোশাক। দাম আর ডিজাইন দিয়ে আলোচনায় থাকে সব সময়। কিন্তু ব্যতিক্রমও আছে, যেখানে তারকারা কোনো ডিজাইনার দিয়ে পোশাক বানাননি। বরং পরিবার থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া পোশাকেই সেজেছিলেন বিয়ের দিন।

অভিনেত্রী শর্মিলী ঠাকুর বিয়ে করেন নবম নবাব মনসুর আলী খান পতৌদিকে। বিয়েতে পরেছিলেন শাশুড়ি ভোপালের বেগম সাজিদা সুলতানের বিয়ের পোশাক। কমলা রঙের বিয়ের সারারাটির পাড় ছিল সবুজরঙা।
পারিবারিক ঐতিহ্যের এই ধারাবাহিকতা বজায় ছিল সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়েতেও। একই পোশাক পরেছিলেন কারিনা কাপুর খানও।
অভিনেত্রী গুল পানাগ বিয়েতে তাঁর মায়ের বিয়ের লেহেঙ্গা পরেছিলেন। উজ্জ্বল পিংকে এমব্রয়ডারি করা ছিল লেহেঙ্গাটি। যদিও সংগীত পর্বে আবার তাঁর শাশুড়ির বিয়ের পোশাক পরেছিলেন।
সোনম কাপুর বিয়েতে পোশাক পরেছিলেন নিজের পছন্দ করা ডিজাইনেই। তবে গয়না ছিল মা সুনিতা কাপুরের।
ইয়ামি গৌতম বিয়েতে সেজেছিলেন লাল রঙের শাড়িতে। তবে তার মাথায় যে ওড়নাটা ছিল, সেটি তাঁর নানির দেওয়া। শুধু তা-ই নয়, নাকে নানির দেওয়া নথও পরেছিলেন।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস রালফ লরেনের পোশাক পরেছিলেন বিয়েতে। তবে তাঁর পোশাকের সঙ্গে যে ৭৫ ফুটের দীর্ঘ ঝুলটি ছিল, সেটি তৈরি ছিল তাঁর শাশুড়ির বিয়ের পোশাক দিয়ে।