Thank you for trying Sticky AMP!!

প্রথমবার স্ত্রীর সঙ্গে নিজেকে দেখে যা ভেবেছিলেন শহীদ

এই ছবি পোস্ট করে মীরা রাজপুত লিখেছেন, আসলটাকে ঘরে নিয়ে গেলাম। মোমেরটা মাদাম তুসোর জাদুঘরে রেখে গেলাম। ছবি: ইনস্টাগ্রাম

তাঁদের বয়সের পার্থক্য ১৪। তাঁরা দুজন দুই ভুবনের বাসিন্দা। কিন্তু বলিউডের এই তারকা জুটি প্রমাণ করেছেন, একেবারে ভিন্ন দুটি মানুষ মিলেও এক ছাদের নিচে দুটি সন্তান নিয়ে চমৎকার একটা সংসার বানানো যায়। হ্যাঁ, শহীদ কাপুর আর মীরা রাজপুত। মীরা জানিয়েছেন, শহীদ কাপুরের বয়সের অভিজ্ঞতা তাঁর সম্পদ, তাঁর পথচলার আলো। অন্যদিকে শহীদ কাপুর জানিয়েছেন, মীরা রাজপুতের তারুণ্য তাঁকে উজ্জীবিত করে, সজীব রাখে।

মীরা রাজপুত একেবারেই শোবিজ জগতের কেউ নন। শহীদ কাপুরের সঙ্গে বিয়ের পরও ইংরেজি সাহিত্যে পড়া মীরা স্পষ্ট জানিয়েছেন, বলিউড তাঁকে টানে না। সেই জগতে পা রাখার কোনো ইচ্ছা তাঁর নেই। তিনি এটা শহীদ কাপুরের সঙ্গে বিয়ের প্রথম দিনই জেনেছিলেন। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও এসেছে পুরোনো কথার পুনরাবৃত্তি।

মীরা রাজপুত বলেছেন, ‘হ্যাঁ, আমি শহীদের সঙ্গে বিয়ের প্রথম দিন থেকেই দ্বিধাহীন ছিলাম।’ শহীদ কাপুর তখন বলেছেন, ‘আমি প্রথমবার যখন নিজেদের একসঙ্গে দেখলাম, আয়নায়, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, মীরা একটা আলাদা সত্তা। আমার জগৎ নিয়ে ওর কোনো ধারণাই নেই।’

মেয়ে জেইন কাপুরকে সঙ্গে নিয়ে এই তারকা জুটি। ছবি: ইনস্টাগ্রাম

এরপর স্ত্রী আর ইন্ডাস্ট্রি থেকে শহীদ কাপুরের বন্ধুদের সঙ্গে শহীদ কাপুর আড্ডা দিয়েছেন, ঘুরেছেন, আর অবাক হয়য়ে দেখেছেন, সবার সঙ্গে মীরা রাজপুত কী সহজে মানিয়ে নিয়েছেন। এখন শহীদ কাপুর জানেন, কাছের বন্ধু হওয়ার জন্য তারকাজগতের মানুষ হওয়ার দরকার নেই।

শহীদ কাপুর বলেন, ‘আমার খুব অদ্ভুত লাগল, যখন দেখলাম, সবার সঙ্গে সুন্দর মিলেমিশে থাকার জন্য মীরার নিজেকে এতটুকু বদলাতে হয়নি। ও যেমন, তেমনভাবেই কোনো আলাদা প্রয়াস ছাড়াই সবার সঙ্গে কী সহজে মানিয়ে নিল। ও তেমন, তেমনভাবেই খুব আত্মবিশ্বাসী। আমি সব সময় জানতাম, আমার সঙ্গে থেকেও ও পুরোপুরি ওর সত্তাকে বিকশিত করতে পারবে। ও পুরোপুরি ও হয়ে উঠতে পারবে।’

এই ছবি ‘বিএফফ উইথ ভোগে’র শো থেকে তোলা। ছবি: ইনস্টাগ্রাম

শহীদ কাপুর আরও বলেন, ‘আমি একেবারে প্রথম দিকে একটু চিন্তিত ছিলাম। ও কি একজন বলিউড তারকার জীবনসঙ্গী হওয়ার চাপটা সামলে নিতে পারবে? পরে দেখি, দিব্যি মানিয়ে নিয়েছে। কে ওর সম্পর্কে কী বলল, ট্রল করল, সেগুলো ওকে ভাবায় না। সব পড়ে, শুনে, দেখে, জেনেও ও ওর মতো নিজের জগৎ নিয়ে থাকতে পারে। নিজের কাজে মন দিতে পারে। কোনো অসুবিধা হয় না। এমনকি একজন পেশাদার হিসেবে আমি যতটা আক্রান্ত হই, ওকে ততটাও স্পর্শ করতে পারে না।’

মীরা রাজপুতের তারুণ্য শহীদ কাপুরকে উজ্জীবিত রাখে। ছবি: ইনস্টাগ্রাম

এই ‘পদ্মাবত’ আর ‘কবির সিং’ তারকাকে এবার বড় পর্দায় দেখা যাবে ‘জার্সি’ ছবিতে। আর এখানে তাঁর সঙ্গে পর্দা ভাগ করবেন ‘সুপার থার্টি’খ্যাত ম্রুণাল ঠাকুরকে। এটাও ২০১৯ সালের একই নামের তেলেগু ব্লকবাস্টার ছবির হিন্দি রিমেক।