Thank you for trying Sticky AMP!!

বলিউডের সঙ্গে নরেন্দ্র মোদির এক সন্ধ্যা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করলেন বলিউডের রথী–মহারথীদের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, রাজকুমার হিরানি, কঙ্গনা রনৌত, সোনম কাপুর, একতা কাপুর, জ্যাকি শ্রফ, সনু নিগম, আনন্দ আল রাই, এস পি বালাসুব্রামানিয়ামসহ আরও অনেকে। এসব ছবি এখন ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়।
এই অনুষ্ঠানের কয়েকটি ছবি টুইটারে শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খুবই বিস্তৃত আর বৈচিত্র্যময়। আন্তর্জাতিকভাবে আমাদের এই ইন্ডাস্ট্রি আমাদের দেশকে দারুণভাবে তুলে ধরছে। মানুষের সঙ্গে মানুষের মৈত্রীর সম্পর্ক গড়তে এসব ছবি, গান, নাচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ সেই টুইটের প্রথম ছবি এটি। আমির খান আর মোদিকে নিয়ে শাহরুখের এই সেলফি।
বাদ যাননি ভারতের জনপ্রিয় কমেডি তারকা কপিল শর্মাও। ছবি: টুইটার থেকে নেওয়া
এই আইকনদেরকে হিন্দি ভাষার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভেতর আবদ্ধ রাখায় নরেন্দ্র মোদির টুইট শেয়ার করে পাল্টা টুইট করেছেন দক্ষিণ ভারতের অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা সিং। তিনি লিখেছেন, ‘প্রিয় নরেন্দ্র মোদি, আমরা দক্ষিণ ভারতের মানুষেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ায় অত্যন্ত গর্বিত। কিন্তু আমার মনে হয় শিল্প ও সংস্কৃতির আইকনদের হিন্দি ভাষার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভেতর আটকে রাখা হয়েছে। আর দক্ষিণ ভারতের শিল্পীরা এখানে অবহেলিত।’
শাহরুখের সেলফির মতো জ্যাকুলিন ফার্নান্দেজের এই সেলফি ভাইরাল হতে সময় নেয়নি। ছবি: টুইটার থেকে নেওয়া
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রনৌত, একতা কাপুর, অনুরাগ বসু, বনি কাপুর, ইমতিয়াজ আলী, রাজকুমার হিরানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, আনন্দ এল রাইসহ অনেকে। ছবি: টুইটার থেকে নেওয়া
অনুষ্ঠানে ভাষণ দেন আমির খানও। ছবি: টুইটার থেকে নেওয়া