Thank you for trying Sticky AMP!!

ছবিটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। একটি হলো রানি মুখার্জি অভিনীত সামিয়া সিদ্দিকী। চরিত্রটি একটি বাস্তব মানুষকে দেখে অনুপ্রাণিত। তিনি পাকিস্তানের মানবাধিকারকর্মী এবং নামকরা আইনজীবী আসমা জাহাঙ্গীর।

বীর-জারার ১৭ বছর: ফিরে দেখা কিছু তথ্য

বলিউডের গত দুই দশকের আলোচিত ছবির মধ্যে অন্যতম যশ চোপড়া পরিচালিত ছবি ‘বীর-জারা’। ২০০৪ সালের ১২ নভেম্বর, অর্থাৎ আজকের দিনে মুক্তি পায় ছবিটি। একদিকে যেমন এই ছবিতে আছে ভারত-পাকিস্তান মৈত্রীর প্রসঙ্গ, তেমনই যশ চোপড়ার সিগনেচার স্টাইল। আছে বলিউডের চিরন্তন প্রেমের গল্প। শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানি মুখার্জি অভিনীত ছবিটি ১৭ বছর পূর্ণ করল আজ। ছবির ১৭তম বার্ষিকীতে একনজরে ছবিটি নিয়ে কিছু জানা-অজানা তথ্য রইল।

ছবিটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। একটি হলো রানি মুখার্জি অভিনীত সামিয়া সিদ্দিকী। চরিত্রটি একটি বাস্তব মানুষকে দেখে অনুপ্রাণিত। তিনি পাকিস্তানের মানবাধিকারকর্মী এবং নামকরা আইনজীবী আসমা জাহাঙ্গীর
সামিয়া সিদ্দিকী চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল ঐশ্বরিয়া রাইকে। কিন্তু তিনি রাজি হননি। তারপরেই রানি মুখার্জিকে নেওয়া হয়
পরিচালক প্রথম ঠিক করেছিলেন, ‘সিলসিলা’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে কাঁহা আ গায়ে হাম’ অনুসরণে ছবির নাম রাখবেন। পরে যশ চোপড়া নিজে নামটি বদলে রাখেন ‘বীর-জারা’
ছবিতে বেশ কিছু কারাগারের দৃশ্য আছে। সেখানকার বেশির ভাগ দৃশ্যেই ছিলেন রানি ও শাহরুখ খান। শোনা যায়, সব কটি দৃশ্যই এক দিনে শুটিং করা হয়েছিল
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির একটি বড় অংশে ছিল আশির দশকের গল্প।
ছবির গানগুলো বেশ আলোচিত হয়। এমনিতেই যশ চোপড়া তাঁর ছবির গান নিয়ে বেশি মনোযোগ দেন। তাঁর মনে হয়েছিল, এই ছবির যা মেজাজ, সেই অনুযায়ী গান কম্পোজ করতে পারেন একমাত্র প্রয়াত মদনমোহন। তাই তিনি সমসাময়িক কোনো সংগীত পরিচালককে দায়িত্ব না দিয়ে মদনমোহনের রেখে যাওয়া আর্কাইভ করা অপ্রকাশিত সৃষ্টির ওপরই ভরসা রেখেছিলেন
প্রয়াত মদনমোহনের আর্কাইভের ১০০টি টিউন থেকে ছবির মেজাজের সঙ্গে মেলে, এমন ৩৫টি টিউন প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়। ওই তালিকা থেকে চূড়ান্ত ১১টি টিউন নির্বাচন করেন আদিত্য চোপড়া
এই ছবিতে প্রীতি জিনতার কাস্টিংও বেশ গুরুত্বপূর্ণ। তার আগে প্রীতিকে বেশ পাশ্চাত্য মেজাজের ও সমসাময়িক চরিত্রের লুকে দেখা যেত। ‘বীর-জারা’তে প্রীতির সেই নিয়মিত লুক ভাঙতে চেয়েছিলেন নির্মাতা
এই ছবিতে শাহরুখ খানের সব পোশাক পরিকল্পনা করেছিলেন করণ জোহর