Thank you for trying Sticky AMP!!

ভিন্ন উপায়ে ১ হাজার পরিবারের জন্য ত্রাণ তুলছেন পরিণীতি

পরিণীতি চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম

করোনার কারণে দারিদ্র্য চরমে গিয়ে পৌঁছেছে। দেশের এই দুর্যোগে ভারতের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। এবার এই তালিকায় যুক্ত হলো বলিউডের অভিনয়শিল্পী পরিণীতি চোপড়ার নাম। সহশিল্পী, বন্ধু অর্জুন কাপুরের বোন আংশুলার উদ্যোগ ফ্যানকাইন্ড ও অলাভজনক সংগঠন গিভ ইন্ডিয়ার সঙ্গে তহবিল সংগ্রহে নেমেছেন পরিণীতি।

দিন আনে দিন খায় মানুষের পাশে একটু ভিন্নভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পরিণীতি চোপড়া। তিনি ‘ভার্চ্যুয়াল কফি ডেট’–এর মাধ্যমে ত্রাণ সংগ্রহের চেষ্টা করছেন। এই কফি ডেট থেকে সংগৃহীত অর্থ দিয়ে তিনি ৪ সদস্যবিশিষ্ট ১ হাজার দিনমজুর পরিবারের খাবারের ব্যবস্থা করবেন। অর্থাৎ, ৪ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করছেন পরিণীতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে করোনার সংক্রমণ রুখতে লকডাউনের কারণে লাখ লাখ দিনমজুর কর্মহীন। তাঁদের আয় বন্ধ হয়ে গেছে। দিনে দুবার খাবারের ব্যবস্থা করার জন্য তাঁদের কঠিন সংগ্রাম করতে হচ্ছে। আর এ জন্য ফ্যানকাইন্ড, গিভ ইন্ডিয়া আর আমি এই সব পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছি।’

পরিণীতি এই উদ্যোগের মাধ্যমে চার সদস্যের পরিবারের জন্য চাল, ডাল, আটা, লবণ, মসলা, চা, চিনি, তেলসহ রেশন কিটের আরও সমগ্রীর ব্যবস্থা করতে চলেছেন। মহারাষ্ট্র, রাজস্থান, বিহার আর তামিলনাড়ুর দিনমজুরের পরিবারকে এই ত্রাণ দেওয়া হবে। পরিণীতি চোপড়া ইতিমধ্যে অর্জুন কাপুরের বোনের এনজিও ফ্যানকাইন্ডের মাধ্যমে ডোনেশন সংগ্রহের কাজ শুরু করেছেন। পরিণীতি আরও বলেছেন, ‘কেউ যেন খালি পেটে শুতে না যায়। আমরা আমাদের ভারতের ভাইবোনদের যেন খেয়াল রাখি। ত্রাণ সংগ্রহের জন্য আমাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে।’

‘এক কাপ কফি নিন’–এর ভিডিও চ্যাটের মাধ্যমে পাঁচ ভাগ্যবান বিজয়ীকে ধন্যবাদ জানিয়ে পরিণীতি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে খোশগল্প করব, কফি খাব। আপনাদের বিষয়ে কিছু জানব। আপনারা আমার সম্পর্কে আরও কিছু জানবেন। মানুষের সাহায্যে এগিয়ে আসুন। ওই সব মানুষের জন্য, যাদের এখন আমাদের খুব দরকার। আমাদেরও দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।’