Thank you for trying Sticky AMP!!

রণবীর কাপুর আহত!

মুম্বাইয়ের হাসপাতালে রণবীর কাপুর


বলিউড তারকা রণবীর কাপুর আহত হয়েছেন। গত শনিবার মুম্বাইয়ে চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে তিনি ডান পায়ের গোড়ালিতে আঘাত পান। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ভর্তি করা হয়। পরীক্ষার পর রণবীর কাপুরের পায়ে ব্যান্ডেজ দেওয়া হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ সময় তাঁকে কয়েক দিন বাসায় পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

ছবিতে দেখা গেছে, হাসপাতালে শুয়ে আছেন। এ সময় তাঁর হাতে ছিল ‘ই সিগারেট’। বাস্তব জীবনে রণবীর কাপুর কখনো কোনো মাদক নেননি। তবে তাঁর ধূমপানের মারাত্মক নেশা। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, তিনি ধূমপানে এতটাই আসক্ত যে তাঁর ক্ষেত্রে বৈদ্যুতিক কৃত্রিম সিগারেটও কাজ করেনি। বললেন, ‘ধূমপান ছেড়ে মাত্র চার মাস থাকতে পেরেছিলাম। এরপর গত মাসে আবার রোলিং সিগারেট খাওয়া শুরু করি। দিনে একটা বা দুটো, তার বেশি নয়। আমার যখন ১৫ বছর বয়স, তখন থেকে সিগারেট খাওয়া শুরু করি। কিন্তু এখন ভয় হচ্ছে। কারণ আমি জানি, এটা খুব বাজে নেশা।’

জানা গেছে, সেই চ্যারিটি ফুটবল ম্যাচে অভিষেক বচ্চন ও রণবীর কাপুরের দুই দলের মধ্যে খেলা হয়। এই ম্যাচে ট্রফি জিতেছে অভিষেক বচ্চনের ফুটবল দল।

এদিকে রণবীরের একটি ছবির শুটিং চলছে গোয়ায়। যেখানে চিকিৎসকেরা তাঁকে কয়েক দিন বাসায় পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, সেখানে পরদিন রোববার তিনি গোয়ায় যান। অংশ নেন শুটিংয়ে। পায়ের ব্যথার কাছে তাঁর পেশাদারিকে হার মানতে দেননি তিনি।

২৯ জুন মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘সঞ্জু’। এই ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।