Thank you for trying Sticky AMP!!

'একা মা' কারিশমা কাপুর

কারিশমা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

একটি জাতীয় পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে দেখা যাবে একতা কাপুর প্রযোজিত ওয়েব সিরিজ মেন্টালহুড–এ। বাস্তব জীবনের এই দুই সন্তানের মাকে এখানে দেখা যাবে তিন সন্তানের মা মীরার ভূমিকায়। শিল্পপতি সঞ্জয় কাপুরের কাছ থেকে ২০১৪ সালে আলাদা হয়ে যাওয়ার পর দুই সন্তান নিয়ে ‘খারাপ নেই’ এই রাজা হিন্দুস্তানি তারকা। নারী দিবস সামনে রেখে নিজের মাতৃত্ব নিয়ে ফিল্মফেয়ারকে এই একা মা (সিঙ্গেল মাদার) বলেন, ‘মা হওয়া আমার জীবনের সবচেয়ে দামি আর গুরুত্বপূর্ণ অর্জন। আমার কাছে পৃথিবীর সবকিছুর আগে আমার সন্তানেরা।’

কারিশমা আরও বলেন, ‘পরিবার আর সন্তানদের নিয়ে আমার ভালোই দিন কাটছিল। কিন্তু যখন এই পাণ্ডুলিপি পড়লাম, আমার মনে হলো এই চরিত্রের জন্যই আমি নিজেকে তৈরি করেছি, এত দিন অপেক্ষা করেছি। আজকের একজন একা মাকে ঘিরে অত্যন্ত শক্তিশালী একটা গল্প এটি। আমার নিজের সঙ্গে চরিত্রটা বেশ মিলে যায়। ব্যক্তিজীবনের এই মা সত্তা মীরা চরিত্রের মনস্তাত্ত্বিক সংকট আর মায়ের পাগলপ্রায় অবস্থা বুঝতে দারুণ সাহায্য করেছে। আর দীর্ঘদিন পর সব সহকর্মীর সঙ্গে এই সিরিজের শুটিংয়ে খুব ভালো সময় কেটেছে আমার।’

২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশমা কাপুরের। এই দম্পতির প্রথম সন্তান সামাইরা জন্ম নেয় ২০০৫ সালে। তারপর থেকেই আলাদা থাকতে শুরু করেন কারিশমা। ২০১০ সালে আবার একসঙ্গে থাকা শুরু করেন তাঁরা। সে বছরই জন্ম নেয় ছেলে কিয়ান। ২০১৪ সালে তাঁরা বিচ্ছেদের আবেদন করেন। ২০১৬ সালে কাগজে–কলমে আলাদা হন তাঁরা। দীর্ঘদিনের বিরতি ভেঙে এই ওয়েব সিরিজের মাধ্যমে ফিরবেন কারিশমা। ১১ মার্চ এএলটি বালাজি নেটওয়ার্কে মুক্তি পাবে সিরিজটির প্রথম এপিসোড।

ইনস্টাগ্রামে এই সিরিজের পোস্টার শেয়ার করে মা কারিশমা লিখেছেন, ‘পরিচিত হন মীরা শর্মার সঙ্গে। এই নারী আমি। এই নারী প্রতিটি মা। একজন ক্লান্ত, বিরক্ত, দুশ্চিন্তাগ্রস্ত, কেয়ারিং এবং পাগলপ্রায় এক মা।’ একটি ছোট শহরের মা মুম্বাই শহরে এসে কীভাবে সন্তানদের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়ে সংগ্রাম করছেন, সেই যাত্রাই উঠে আসবে ওয়েব দুনিয়ায় পা রাখতে যাওয়া কারিশমার চরিত্রে। এটা সেই মায়ের গল্প যিনি প্রতিনিয়ত আশা আর বাস্তবতার সমন্বয় করতেই ব্যস্ত।