Thank you for trying Sticky AMP!!

'হ্যাশট্যাগ মি টু'কে অনেকেই বিতর্ক ভাবছেন

তনুশ্রী দত্ত

যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলনকে বলিউডের অনেকে ‘বিতর্ক’ ভাবছেন। সে কারণেই অনেক তারকা এর পক্ষে অবস্থান নেওয়া তো দূরের কথা, টুঁ শব্দটিও করছেন না। এমন অভিযোগ করেছেন বলিউডে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন চালু করে হইচই ফেলে দেওয়া অভিনেত্রী তনুশ্রী দত্ত।

শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগণ, রণবীর কাপুর, কারিনা কাপুর, রণবীর সিং এবং করণ জোহরের মতো তারকারা বলিউডে শুরু হওয়া ‘হ্যাশট্যাগ মি টু’ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। অন্যদিকে অনেক নারী বিনা সংকোচে প্রকাশ করেছেন নিজেদের যৌন হয়রানির পুরোনো ঘটনা। তাতে উঠে এসেছে পরিচালক সাজিদ খান, সুভাষ ঘাই, অভিনেতা নানা পাটেকর ও রজত কাপুরদের নাম।

আজ বুধবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলিউড অভিনেত্রী তনুশ্রী এই তারকাদের নীরব থাকা প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এই তারকারা ভাবছেন, এটা বোধ হয় বিতর্ক। বিতর্কিত বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। তাঁরা একে আন্দোলন হিসেবে নিচ্ছেনই না। যখন আমরা কোনো কিছুকে বিতর্ক মনে করি, তখন অপেক্ষা করি সেটা কখন থামবে। ১০ বছর ধরে দেখছি তেমনটাই হয়ে আসছে।’

২০০৮ সালে হর্ন ওকে প্লিজ ছবির শুটিং সেটে নানা পাটেকরের কাছে যৌন হয়রানির শিকার হন তনুশ্রী দত্ত। তখনো তিনি কথা বলেছিলেন। সে সময় ঘটনাটি তেমন কেউ শোনেননি, শুনলেও দ্রুতই ভুলে গেছেন। একসময় ক্যারিয়ার থেকে সরে গিয়েছিলেন তনুশ্রী।

ওই সময়ের প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘সে সময় আমার হারানোর অনেক কিছু ছিল। আমি জানতাম সামনে আমার ক্যারিয়ার, আমার জনপ্রিয়তা ছিল। আমাকে এমন অবস্থায় ফেলা হলো যে কিছু করার ছিল না আমার। আমার বিরুদ্ধে আজেবাজে কথা ছড়ানো হয়েছিল।’

তনুশ্রী বলেন, ‘সেসব আমি গায়ে মাখিনি, কারণ আমি হিরো হতে চেয়েছিলাম। আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু পুরো জিনিসটি এসে একটা বিতর্ক হয়ে গেল।’

নানা পাটেকরকে কিছু বলতে চান কি না জানতে চাইলে তনুশ্রী জানিয়েছেন, তাঁর পক্ষে তাঁর আইনজীবী নানা পাটেকরের সঙ্গে কথা বলেছেন। যে লোক নিজের ভুল স্বীকার না করে একজন নারীকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিতে পারেন, তাঁর সঙ্গে আর কথা বলতে চান না​ তিনি। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস