Thank you for trying Sticky AMP!!

কাশ্মীরের এই মেয়েই হলেন মিসেস ওয়ার্ল্ড

বিবাহিত নারীদের সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড ২০২২-এ বিশ্বের বিভিন্ন দেশের ৬৩ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন জম্মু ও কাশ্মীরের মেয়ে সারগাম কৌশল। তাঁর ইনস্টাগ্রাম থেকে নিয়ে সাজানো হলো আয়োজন।
রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোঝলমলে আয়োজনের আসরে সেরার মুকুট পরিয়ে দেওয়া হয় সারগামকে। সারগামকে শুভেচ্ছা জানিয়ে মিসেস ইন্ডিয়ার এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘দীর্ঘ অপেক্ষার ইতি ঘটল। ২১ বছর পর আমরা মুকুট ফিরে পেলাম।’
২০০১ সালে ভারত থেকে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকর প্রথমবার এ মুকুট অর্জন করেন; যদিও ১৯৮৪ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২১ বছর পর ভারতে মুকুট আনলেন সারগাম।
৩২ বছর বয়সী সারগাম মডেলিংয়ের পাশাপাশি শিক্ষকতা, আধেয় লেখক ও চিত্রশিল্পী হিসেবে কাজ করেছেন।
জম্মু ও কাশ্মীরে জন্ম হলেও সারগাম এখন বাস করেন মুম্বাইয়ে। তিনি জম্মুর গান্ধীনগর উইমেন কলেজ থেকে স্নাতক করেছেন।
বিয়ের আগে তাঁকে মডেলিংয়ে দেখা যায়নি। বিয়ের পর মডেলিংয়ে যাত্রা সারগামের। স্বামীর উৎসাহে চলতি বছরের জুনে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান তিনি। ভারতের ৫৩ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে মিসেস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে অংশ নেন তিনি।