আমির খানের মেয়ের ইরা খানের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন কঙ্গনা। কোলাজ
আমির খানের মেয়ের ইরা খানের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন কঙ্গনা। কোলাজ

সেই কঙ্গনাও হাজির, আর কারা ছিলেন আমির–কন্যার বিবাহোত্তর সংবর্ধনায়

কঙ্গনা রনৌতের ‘বাক্যবাণ’ অনেক দিন ধরেই সেভাবে ছুটছে না। আলটপকা মন্তব্যের জন্য বিতর্কিত এই অভিনেত্রী কি অবশেষে ‘শান্তির পতাকা’ ওড়াচ্ছেন। আমির খানের মেয়ের ইরা খানের বিবাহোত্তর সংবর্ধনায় তাঁর হাজির হওয়া সে ইঙ্গিতই দেয়। অনেকবারই আমিরের কঠোর সমালোচনা করা কঙ্গনা যখন গতকাল শনিবার মুম্বাইয়ে অভিনেতার মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন, তা অবাক করেছেন অনেককেই। কঙ্গনা ছাড়া আর কোন তারকা হাজির ছিলেন অনুষ্ঠানে? এএফপি অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
৩ জানুয়ারি মুম্বাইতে আইনি মতে বিয়ে সারেন আমির খানের কন্যা ইরা খান ও নূপুর শিখর। এরপর রাজস্থানে হয় নানা আনুষ্ঠানিকতা। এরপর গতকাল মুম্বাইতে আয়োজন করা হয় ইরার বিবাহোত্তর সংবর্ধনার। যেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল প্রায় পুরো বলিউড। এএফপি
হেমা মালিনী, সায়রা বানু ও রেখা—আমির–কন্যার বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন হিন্দি সিনেমার এ তিন অভিনেত্রী। এএফপি
এসেছিলেন সংগীত পরিচালক এ আর রহমান। এএফপি
গত শুক্রবারই মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘মেরি ক্রিসমাস’। ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী, এর মধ্যেই সময় করে এসেছিলেন তিনি। এএফপি
এসেছিলেন জনপ্রিয় দক্ষিণি তারকার শ্রুতি হাসান। এএফপি
বলিউডের যেকোনো অনুষ্ঠানেই হাজির থাকেন ভূমি পেডনেকর। ব্যতিক্রম ছিল না এ দিনও। এএফপি
ইরার বিবাহোত্তর সংবর্ধনায় ছিলেন আমিরের পুরোনো বন্ধু মাধুরী দীক্ষিতও। এএফপি
আমিরের আরেক পুরোনো বন্ধু সালমান খানও ছিলেন এই আয়োজনে। তিনি এসেছিলেন আপাদমস্তক কালো পোশাকে। এএফপি
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ দম্পতিও। এএফপি
অমিতাভ বচ্চনকে দেখা যায়নি তবে ছিলেন জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন। এএফপি
শিবানি দন্ডেকরকে নিয়ে এসেছিলেন ফারহান আখতারও। এএফপি
শুধু কি বিনোদন দুনিয়ার তারকারা, এসেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এএফপি
একসঙ্গে অনিল কাপুর ও নাগা চৈতন্য। এএফপি
দুই সন্তান আজাদ ও জুনাইদের সঙ্গে আমির খান। এএফপি
রণবীর কাপুর। এএফপি
অনেকবারই আমিরের কঠোর সমালোচনা করা কঙ্গনা যখন গতকাল শনিবার মুম্বাইয়ে অভিনেতার মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন, তা অবাক করেছেন অনেককেই। এএফপি