
কঙ্গনা রনৌতের ‘বাক্যবাণ’ অনেক দিন ধরেই সেভাবে ছুটছে না। আলটপকা মন্তব্যের জন্য বিতর্কিত এই অভিনেত্রী কি অবশেষে ‘শান্তির পতাকা’ ওড়াচ্ছেন। আমির খানের মেয়ের ইরা খানের বিবাহোত্তর সংবর্ধনায় তাঁর হাজির হওয়া সে ইঙ্গিতই দেয়। অনেকবারই আমিরের কঠোর সমালোচনা করা কঙ্গনা যখন গতকাল শনিবার মুম্বাইয়ে অভিনেতার মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন, তা অবাক করেছেন অনেককেই। কঙ্গনা ছাড়া আর কোন তারকা হাজির ছিলেন অনুষ্ঠানে? এএফপি অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।