Thank you for trying Sticky AMP!!

স্কুলে একে অন্যের ক্রাশ ছিলেন তাঁরা

হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জন্মদিন ছিল গতকাল। ১৯৮৭ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে অভিনেত্রীর জন্ম। বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মেয়ে এই অভিনেত্রী। ‘আশিকি টু’, ‘বাগি’, ‘এক ভিলেন’, ‘ছিঁচোড়ে’,‘হায়দার’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। শ্রদ্ধা কাপুরের পরবর্তী সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এই অভিনেত্রী সম্পর্কে অজানা কিছু কথা।
শ্রদ্ধা কাপুর ছিলেন জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের সহপাঠী। স্কুলে পড়াকালে শ্রদ্ধা ও টাইগার দুজনেই একে অপরের ক্রাশ ছিলেন
শ্রদ্ধা কাপুর বোস্টন বিশ্ববিদ্যালয়ের ঝরে পড়া ছাত্রী, যদিও সেখানে তিনি ভালো ফল করছিলেন। অভিনয়ের প্রতি অনুরাগের কারণেই তিনি কলেজ ছেড়েছিলেন। বোস্টন ইউনিভার্সিটিতে তাঁর করা নাটক দেখার পর ১৬ বছর বয়সী শ্রদ্ধাকে সালমান খান একটি সিনেমার প্রস্তাব দেন
শ্রদ্ধা কাপুর ভোজনরসিক মানুষ। তাঁর সবচেয়ে পছন্দের খাবার ‘সুশি’। চা খেতেও ভীষণ পছন্দ করেন তিনি
শ্রদ্ধা কাপুর রোমান্টিক সিনেমার ভক্ত। ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত গুরু দত্তের ‘পিয়াসা’ সিনেমা তাঁর কাছে সর্বকালের সেরা প্রিয় রোমান্টিক সিনেমা
ওশান ড্রাইভ ব্যান্ডের ‘উইথ দ্য সানশাইন’ শ্রদ্ধার সবচেয়ে প্রিয় গান। এ ছাড়া তাঁর সবচেয়ে পছন্দের বই ‘শান্তারাম’

Also Read: ছোটবেলায় বন্ধু, বড় হয়ে জুটি বাঁধলেন রোমান্টিক ছবিতে

‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’খ্যাত হলিউড তারকা জনি ডেপ ও বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন শ্রদ্ধা কাপুরের সেলিব্রিটি ক্রাশ
শ্রদ্ধা কাপুর মোহিত সুরির ‘আশিকি টু’ সিনেমার জন্য যশ রাজ ফিল্মসের ‘আওরঙ্গজেব’ সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন
অমিতাভ বচ্চনের বড় ভক্ত শ্রদ্ধা কাপুর। ‘টিন পাত্তি’ সিনেমায় অমিতাভ বচ্চন অভিনয় করছেন দেখেই শ্রদ্ধা এই ছবি করতে রাজি হয়েছিলেন

Also Read: বিরতির পর নতুন শ্রদ্ধা

বজ্রপাতে ভয় পান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী
শ্রদ্ধা কাপুর একজন অ্যাডভেঞ্চারপ্রেমী। তিনি প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত স্কুবা ডাইভার

Also Read: বড় হয়ে নায়িকা হয়েছেন, লতা মঙ্গেশকরের পাশে এ শিশুকে চিনতে পেরেছেন?