Thank you for trying Sticky AMP!!

কে এই মালায়লাম সিনেমার ‘খাদক’ সুপার হিরো

হলিউড যেখানে ব্যাটম্যান, সুপারম্যান দিয়ে সারা বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে, সেখানে মালয়ালম ইন্ডাস্ট্রির সিনেমায় সুপার হিরোর চরিত্রে তিনি শুরু করছেন যাত্রা—এমন ঘোষণার কথা শুনে অনেকেই ধরে নিয়েছিলেন, এ যেন এক ঠাট্টা। এমনটা লিখেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। পরে ঠিকই ভারতীয় সুপার হিরো হয়ে সফলতা পেয়েছিলেন এই তারকা। আজ ২১ জানুয়ারি তাঁর জন্মদিন।
স্কুলে পড়াশোনার সময় থেকেই তিনি সিনেমার মধ্যে থাকতে চেয়েছিলেন। অভিনেতা হওয়া ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। ছবি: সংগৃহীত
বাধ্য হয়ে একসময় তাঁকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। পরে তিনি আইটিতে চাকরি নেন। মনের এককোণে স্বপ্নটা বেঁচে ছিল। ভেবেছিলেন হয়তো আর কখনোই অভিনয়ে ফেরা হবে না। ছবি: সংগৃহীত
প্রবল স্বপ্নই তাঁকে মডেলিং, অভিনয়ের জন্য একসময় চাকরি ছাড়তে বাধ্য করে।
২০১২ সালে প্রথম ‘প্রাভুবিন্তে মক্কল’ দিয়ে সিনেমায় নাম লেখান তিনি। ছবি: সংগৃহীত
পরে দুলকার সালমান অভিনীত ‘থিভরাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ২০১৩ সালে সিনেমাটি মুক্তি পায়। এ সময় তাঁর সিনেমা প্রযোজনার ইচ্ছা জাগে। ছবি: সংগৃহীত
এসেই দর্শকের মন জয় করতে পারেননি। এ জন্য তিন বছর কাজ করে যেতে হয়েছে। এই অভিনেতা প্রথম খ্যাতি পান ‘এন্নু নিনতে মইদ্দিন’ দিয়ে। ২০১৫ সালে সিনেমাটি মুক্তি পায়। তার পর থেকেই তিনি দর্শকদের কাছে ‘টোভিনো থমাস’ নামটির পরিচিতি বাড়তে থাকে। ছবি: সংগৃহীত
এই অভিনেতাকে দুটি লুকে বেশি দেখা যেত। মারপিটের দৃশ্যগুলোয় তিনি একদমই আলাদা লুক তৈরি করতেন, যা দর্শকের কাছে ডবল বডি হিসেবে পরিচিত। এ জন্য একাধিকবার শুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। ছবি: সংগৃহীত
সিনেমার বাইরে তাঁর শখ ঘোরাঘুরি করা। সময় পেলেই স্ত্রী–সন্তানদের নিয়ে বেরিয়ে পড়েন দেশ–বিদেশ দেখতে। ছবি: সংগৃহীত
থমাস ২০২১ সালে ‘মিন্নাল মুরালি’ সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, ড্রামা, ফ্যান্টাসি এই সিনেমায় তাঁকে প্রথমবার দেখা গেছে সুপারম্যান সাজে। প্রথম দিকে চরিত্রটি নিয়ে হাসাহাসি হলেও সিনেমা মুক্তির পর দর্শক টোভিনো থমাসের প্রশংসা করতেন। গত বছর শেষের দিকে জানা যায়, ‘মিন্নাল মুরালি’ একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করবে। ছবি: সংগৃহীত
থমাস ২০২১ সালে ‘মিন্নাল মুরালি’ সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, ড্রামা, ফ্যান্টাসি এই সিনেমায় তাঁকে প্রথমবার দেখা গেছে সুপারম্যান সাজে। প্রথম দিকে চরিত্রটি নিয়ে হাসাহাসি হলেও সিনেমা মুক্তির পর দর্শক টোভিনো থমাসের প্রশংসা করতেন। গত বছর শেষের দিকে জানা যায়, ‘মিন্নাল মুরালি’ একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করবে। ছবি: সংগৃহীত
১১ বছরের ক্যারিয়ারে ৪৪টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ‘মিন্নাল মুরালি’ ছাড়া রয়েছে ‘কালা’, ‘মায়্যানাধি’, ‘ইয়্যারে’, ‘ভাইরাস’ ইত্যাদি। ১৯৮৯ সালে কেরালায় তাঁর জন্ম। ছবি: সংগৃহীত