Thank you for trying Sticky AMP!!

আসছে এলটন জনের নগ্ন জীবনী

‘রকেটম্যান’ ছবির দৃশ্যে ট্যারন এজাটন। ছবি: বিবিসি

‘যত নোংরা, যত নগ্ন করতে পারো আমাকে, করো।’ পরিচালককে সোজাসাপ্টা বলে দিয়েছিলেন সংগীত কিংবদন্তি স্যার এলটন জন। তাঁর জীবনীভিত্তিক ‘রকেটম্যান’ ছবিতে তাই দেখা যাবে সত্যিকারের এলটন জনকে। যে জীবন তিনি কাটিয়েছেন, তার সবটাই কেবল উজ্জ্বল আর উত্থানের গল্পে ভরা নয়। বড় একজন শিল্পীর অন্ধকার ও ব্যতিক্রম একটি জীবন দর্শকেরা পেতে যাচ্ছেন পর্দায়। তাই ‘রকেটম্যান’ হতে যাচ্ছে বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমার থেকেও বেশি কিছু। কোনো প্রকার রাখঢাক না করে এলটন তাঁর জীবনের আলো-আঁধারগুলো অকপটে তুলে দিয়েছেন চিত্রনাট্যকারের হাতে। এমনকি বাদ যায়নি গত শতকের আশির দশকে তাঁর মাদকাসক্ত হয়ে পড়ার ঘটনাটিও।

‘রকেটম্যান’ ছবিতে এলটন জনের চরিত্রে অভিনয় করেছেন ট্যারন এজাটন। তিনি বলেন, ‘ছবিতে দেখা যাবে বিশ্রীভাবে তাঁকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাময় কেন্দ্রের ঘরটিতে বসে তিনি দর্শকদের নিজের গল্প বলবেন।’ এজাটন বলেছেন, যত নোংরাভাবে পারা যায়, তাঁকে উপস্থাপন করার লাইসেন্স তিনি আমাদের দিয়েছেন।

‘রকেটম্যান’ ছবিতে দেখা যাবে তরুণ এলটন জন রয়্যাল অ্যাকাডেমি অব মিউজিকের অডিশনে টিকে গেছেন। রক গানে ক্যারিয়ার করবেন বলে তখনো পড়ালেখা ছেড়ে দেননি তিনি। ছবিতে থাকবে এলটন জনের বিখ্যাত ‘ক্রোকোডাইল রক’, ‘ইয়োর সং’ এবং ‘স্যাটারডে নাইটস অল রাইট ফর ফাইটিং’ গানগুলো। এগুলোর মধ্যে ‘স্যাটারডে নাইটস অল রাইট ফর ফাইটিং’ গানটি থাকবে একটি ড্যান্স নাম্বার হিসেবে। পরিচালক ডেক্সার ফ্লেচার বলেন, সাধারণ বায়োপিকের থেকে অনেক বেশি কিছু হতে যাচ্ছে ছবিটা। গল্পের খাতিরে মিউজিক্যাল ফ্যান্টাসির আশ্রয় নেওয়ার কোনো বিকল্প ছিল না। তিনি বলেন, ‘এলটনই স্মৃতি থেকে নিজের সময়ের গল্পটি বলবেন। কখনো কখনো স্মৃতি এক ধরনের ইন্দ্রজাল তৈরি করে, এই ধারণাই আমরা ছবিটাতে ব্যবহার করেছি।’

‘রকেটম্যান’ অভিনেতা এজাটন ও পরিচালক ফিচারের দ্বিতীয় ছবি। এর আগে এই দুই শিল্পী মিলে আরও একটি বায়োপিক করেছিলেন। সেটি ছিল অলিম্পিকের স্কিয়ার এডি দ্য ইগল এডওয়ার্ডকে নিয়ে। ‘রকেটম্যান’ ছবির কাজ শুরু করার আগে ফিচারের কাছে ‘বোহেমিয়ান রাপসোডি’ ছবিটি নির্মাণের প্রস্তাব এসেছিল। অস্কার পাওয়া এ ছবি ছেড়ে দিয়ে তিনি মনস্থির করেন ‘রকেটম্যান’ করবেন, স্যার এলটন জনের জীবনী বলে কথা! ফিচার বলেন, ‘ছবির অন্যতম প্রযোজক হয়েও এলটন জন নিজের সম্পর্কে কিচ্ছু লুকাননি, যার অনেক কিছুই দেখা যাবে ছবিতে।’

‘রকেটম্যান’ ছবিতে দেখা যাবে এলটন জনের ব্যতিক্রম যৌনজীবনের অনেকটা। এতে আরও অভিনয় করেছেন জেমি বেল, রিচার্ড ম্যাডেন প্রমুখ। চলতি বছরের ৩১ মে ছবিটি মুক্তি পাবে। বিবিসি