Thank you for trying Sticky AMP!!

এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের পথে আমজাদ হোসেন

আমজাদ হোসেন

গুরুতর অসুস্থ অভিনয়শিল্পী ও বরেণ্য পরিচালক আমজাদ হোসেনকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে বরেণ্য এই পরিচালককে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আমজাদ হোসেনের সঙ্গে গেছেন তাঁর দুই সন্তান সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে কয়েক দিন ধরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। গুণী এই পরিচালকের স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় প্রতিবেদন দেখার পর ব্যাংককের হাসপাতাল চিকিৎসা চালিয়ে নিতে সম্মত হয় বলে জানান সোহেল আরমান। তিনি বলেন, ‘এখানকার চিকিৎসকেরা বলেছেন বাবার অবস্থা সংকটাপন্ন। কিন্তু পরিবার থেকে সবাই চাইছিল বাবাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার। সে মোতাবেক যোগাযোগ করি। ব্যাংককের হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দিন পর আজ বাবাকে সেখানে নিয়ে যেতে সম্মত হন। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাই।’
সপ্তাহখানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ঢাকার তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। হাসপাতালে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। শুরু থেকেই তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের বরেণ্য এই নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে ভর্তির তিন দিনের মাথায় তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার হাসপাতালে আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্বে আছেন চিকিৎসক শহীদুল্লাহ সবুজ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ‘আমজাদ হোসেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরিবারের ইচ্ছে আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার, তাই আমরাও পরিবারের সিদ্ধান্তে রাজি হয়েছি।’
বরেণ্য চলচ্চিত্রকার, গীতিকার ও চিত্রনাট্যকার এবং লেখক আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা এবং এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা পরিবারের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার রাতে প্রধানমন্ত্রীর হাত থেকে ৪২ লাখ টাকার চেক গ্রহণ করেন আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

সোহেল আরমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন বাবার চিকিৎসার সব দায়িত্ব নেবেন, তিনি কথা রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য বাবাকে ব্যাংককে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসার খরচ বাবদ মোট ৪২ লাখ টাকা দিয়েছেন। তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মাধ্যমে বাবাকে যে সম্মান দেওয়া হলো, তা আজীবন স্মরণ রাখব।’