Thank you for trying Sticky AMP!!

করোনায় আক্রান্ত শুভর নিশ্বাস নিতে হালকা সমস্যা

আরিফিন শুভ

ঢালিউডে আবার করোনার হানা। এবার আক্রান্ত অভিনেতা আরিফিন শুভ। গতকাল তিনি কোভিড-১৯ টেস্টের ফলাফল হাতে পেয়েছেন। তখনই জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও করোনায় আক্রান্তের এই খবর জানান তিনি।
এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘আমি অফিশিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি আমার বাড়িতে বিশ্রামে আছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব’
আজ শনিবার ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার দিয়েছেন শুভ। সেখানে তিনি বলেন, ‘শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ।’
আরিফিন শুভর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বললেন, ‘খাবারের স্বাদ–গন্ধ যেমন পাচ্ছি না, তেমনি মনে হচ্ছে নিশ্বাস নিতে হালকা সমস্যা হচ্ছে। এই মুহূর্তে চিকিৎসকের পরামর্শ মেনেই চলছি। ওষুধ খাচ্ছি।’

আরিফিন শুভ

কয়েক দিন ধরে আরিফিন শুভ একটি ওটিটি প্ল্যাটফর্মের ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। গত বুধবার হঠাৎ করেই আরিফিন শুভ অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করান। ফলাফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। করোনায় আক্রান্ত হওয়ার কারণে শুভর একাধিক কাজ আটকে গেল। সুস্থ হওয়ার পর এসব নিয়ে ভাববেন বলে জানালেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর বঙ্গবন্ধু বায়োপিকের শুটিংয়ের জন্য আগামী ২৫ জানুয়ারি তাঁর ভারতের মুম্বাইয়ে যাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ।