Thank you for trying Sticky AMP!!

কেন নাচছেন কবরী, সঙ্গে কারা

নাচের দৃশ্যের মহড়ার সময় কবরী ও সহশিল্পীরা

লিফটের পাঁচতলায় এসে দরজা খুলতেই গানের শব্দ কানে আসে। সিঁড়ি বেয়ে ছাদে যেতেই দেখা গেল, নাচছেন একদল তরুণ-তরুণী। সবার মধ্যমণি হয়ে আছেন কবরী। তাঁকে ঘিরে নাচছেন সবাই। পূজার আবহ। বেশির ভাগের হাতে ধূপদানি। মিনিট কয়েক এভাবেই চলল। একটা পর্যায়ে থামল নাচ। নৃত্য পরিচালক বাহবা দিলেন। নাচের দলের সবাই খুশি। উচ্ছ্বাস প্রকাশ করলেন কবরীও। এভাবেই চলছিল কবরীর নতুন সিনেমা ‘এই তুমি সেই তুমি’র পূজার সময়ের দৃশ্যধারণের মহড়া।
কবরীর গুলশানের বাড়ির ছাদের হলরুমে চলছিল ছবির পূজার দৃশ্যের মহড়া। কথাপ্রসঙ্গে জানা গেল, বিকেল থেকে মহড়া শুরু হয়। চলছিল রাত নয়টা পর্যন্ত। ২৪ অক্টোবর ঢাকার ১০০ ফুট এলাকার একটি পূজামণ্ডপে এই ছবির দৃশ্যধারণ হবে। নৃত্য পরিচালক মাসুম বাবুল বলেন, ‘প্রতিটি ছেলেমেয়ে খুব পরিশ্রম করছেন। আশা করছি, দারুণ কিছু হবে।’

নাচের দৃশ্যের মহড়ার সময় কবরী ও সহশিল্পীরা

কবরী পরিচালিত এই ছবির প্রধান দুটি চরিত্রের অভিনয়শিল্পী রিয়াদ রায়হান ও নিশাত সালওয়া। নাচের দৃশ্যের মহড়ায় ছিলেন তাঁরা দুজনও। টানা ছয় ঘণ্টা ধরে নাচের মহড়ায় অংশ নেন তাঁরা। এতটা সময় ধরে কোনো দৃশ্যধারণের আগে মহড়ায় অংশ নেননি তাঁরা দুজন। ঘেমেও একাকার। সালওয়া বললেন, ‘অনেক পরিশ্রম করছি। আমার চেষ্টা, ম্যাডামের চাওয়া যেন পূরণ করতে পারি। তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন। অনেক দিন এতটা সময় নিয়ে নাচলাম। নাচতে নাচতে পায়ে ব্যথা হয়ে গেছে। তবে ম্যাডাম পারফরম্যান্স দেখে পছন্দ করছেন ভেবে উৎসাহ পাচ্ছি।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের প্রথম রানারআপ নিশাত সালওয়া। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এর মধ্যে শুটিং করছেন ‘বীরত্ব’ নামের আরেকটি সিনেমার। দুটি সিনেমাকে ছাপিয়ে কবরীর ছবি ‘এই তুমি সেই তুমি’তে নায়িকা হয়ে বেশি আলোচিত তিনি। বিষয়টা নিজেও উপলব্ধি করছেন বলে জানালেন নিশাত সালওয়া।

নাচের মহড়া শেষে চিত্রনাট্য পড়ছেন কবরী, মনোযোগ দিয়ে শুনছেন রিয়াদ ও নিশাত।

২০১৪ সালে অনুষ্ঠিত রিয়্যালিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতার প্রথম রানারআপ রিয়াদ রায়হান হচ্ছেন কবরীর এই সিনেমার নায়ক। প্রথম সিনেমায় কবরীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাকে ভীষণ সৌভাগ্যের মনে করছেন রিয়াদ। টেলিভিশন নাটকেও ব্যস্ত ছিলেন রিয়াদ। কিন্তু আপতত তাঁর সব স্বপ্ন ‘এই তুমি সেই তুমি’ সিনেমাকে ঘিরে। বললেন, ‘আমি নতুন নাটকের কাজ করছি না। এই ছবিকে ঘিরে আমার যত চিন্তা। ছবিতে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করতে ১০ কেজি ওজনও কমিয়েছি। প্রতিনিয়ত ম্যাডামের সঙ্গে আলাপ করছি। কীভাবে নিজের চরিত্রকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাই করে যাচ্ছি।’
কথা হয় কবরীর সঙ্গে। জানালেন, করোনার কারণে ছবিটির কাজ শেষ করা সম্ভব হয়নি। ছবিটির কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। তারপরও চেষ্টার কমতি থাকছে না। একটি ভালো মানের ছবি দর্শককে উপহার দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রত্যেক শিল্পী বেশ আন্তরিকতা নিয়ে কাজ করছেন।
সরকারি অনুদানে নির্মিতব্য ‘এই তুমি সেই তুমি’ ছবিতে অভিনয়ের পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কবরী।

কবরীর কাছ থেকে গল্প শুনেই হেসে কুটিকুটি নবাগত নায়ক রিয়াদ ও নায়িকা নিশাত