Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশি সিনেমার জন্য কী দুর্দান্ত দিন

তারিক আনাম খান

প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসব ‘আঁ সার্তে রিগা’ বিভাগে অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এমন খবরে সংস্কৃতি অঙ্গনের লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেসবুকে।

অভিনয়শিল্পী তারিক আনাম খান লিখেছেন, ‘এটা শুরু। অভিনন্দন পুরো টিমকে। এই মনোনোয়নের জন্য গর্ব বোধ করছি।’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুকে সিনেমাটির প্রযোজক ও নির্মাতাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অভিনন্দন সাদ এবং প্রযোজক জেরেমি চুয়াও। সাদ আমাদের পরবর্তী জেনারেশনের চলচ্চিত্র নির্মাতা। তাঁর জন্য শুভকামনা।’

মোস্তফা সরয়ার ফারুকী।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুকে সিনেমাটির প্রযোজক ও নির্মাতাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অভিনন্দন সাদ এবং প্রযোজক জেরেমি চুয়াও। সাদ আমাদের পরবর্তী জেনারেশনের চলচ্চিত্র নির্মাতা। তাঁর জন্য শুভকামনা।’

গতকাল কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরের তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদকে অভিনন্দন জানান ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তিনি লিখেছেন, ‘মাত্র কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তাদের ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের পরিচালক সাদের সিনেমার নাম ঘোষণা করা হলো। এটা আমাদের চলচ্চিত্রের জন্য দারুণ এক খবর। সাদের জন্য ভালোবাসা।’

শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান তাঁর ফেসবুক পাতায় ধন্যবাদ জানিয়েছেন সিনেমা–সংশ্লিষ্ট পুরো টিমকে। তিনি লিখেছেন, ‘আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত “রেহানা মরিয়ম নূর” প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র, যেটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এটি শুধু এই চলচ্চিত্রের অর্জন নয়, এ সম্মান সমগ্র বাংলাদেশের। আমাদের দেশ এবং আমাদের সিনেমার জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। আবদুল্লাহ মোহাম্মদ সাদ আপনাকে এবং আপনার টিমকে আন্তরিক ধন্যবাদ জনাই।’

জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘তরুণ মেধাবী নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরে এ বছর কান উৎসবের মূল আঙিনায় বাংলাদেশের চলচ্চিত্র। বিষণ্ন দিনে কী অসম্ভব আনন্দ–সংবাদ! অভিনন্দন, সাদ। তাঁর পেছনে এসে যুক্ত হোক আরও তরুণের স্বপ্নভরা নতুন নতুন বগি। হিমালয়ের দিকে ছুটুক আমাদের চলচ্চিত্রের রেলগাড়ি।’
অভিনেত্রী অপি করিম তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি আশাজনক সংবাদ। সাদ ও তাঁর পুরো দলকে অভিনন্দন। আজমেরি হক বাঁধনকে অনেক অনেক শুভেচ্ছা।’ ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন।

চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীন

নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অফিশিয়ালি সিলেক্টেড হয়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চলচ্চিত্র “রেহানা মরিয়ম নূর”। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এ এক গর্বের অর্জন! অভিনন্দন আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও পুরো সিনেমার টিমকে।’

চলচ্চিত্র নির্মাতা দিপঙ্কর দীপন লিখেছেন, ‘আজ দিনটা ছিল খুব আনন্দের। সাদের “রেহনুমা মরিয়াম নূর” আমাকে এতটাই আনন্দিত করেছে যে আমাদের হাতে দেশের ক্ষমতা থাকলে এই আনন্দে এক দিন সাধারণ ছুটি দিয়ে দিতাম। এতটা আবেগি বলেই আমার হাতে দেশের ক্ষমতা নাই, কোনো দিন পাওয়ার সম্ভাবনাও নাই। এই আনন্দ আজ সারা দিন নানাভাবে প্রকাশ করেছি। ফেসবুক একাধিক পোস্ট করেছি। শুভেচ্ছা পুরো টিমকে।’

রেদওয়ান রনি

নির্মাতা রেদওয়ান রনি তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এভাবে, ‘বাংলাদেশের জন্য কী দারুণ এক খবর। কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। সাদ ও তাঁর টিমের জন্য গর্ববোধ হচ্ছে। বাংলাদেশের সিনেমার জন্য বিশেষ এক দিন আজ।’

নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘বাংলাদেশি সিনেমা ও বাংলাদেশের জন্য কী দুর্দান্ত দিন! চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ফিচার ফিল্ম “রেহানা মরিয়ম নূর” আনুষ্ঠানিকভাবে কান ফিল্ম ফেস্টিভ্যালের আঁ সার্তে রিগা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে! এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় মনোনীত হয়েছে! অভিননন্দন সংশ্লিষ্ট সবাইকে।’


এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, আবু সাইয়ীদ, আবু শাহেদ ইমন, সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনয়শিল্পী তানভীন সুইটি, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, জাকিয়া বারী মম, জ্যোতিকা জ্যোতি, কাজী নওশাবা আহমেদ, নাজিফা তুষি, সুনেরাহ বিনতে কামাল, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।

আফরান নিশো