Thank you for trying Sticky AMP!!

বিয়ে করেছেন তাসকিন?

ভিলেনের হাত ধরে টানাটানি করে লোকে। জোর করে খাওয়াতে চায়। সেলফি তোলার অনুরোধ করে। সেই ভিলেন বা খলচরিত্রের অভিনেতা তাসকিন রহমানের মুক্তি পাওয়া ছবি মাত্র একাধিক। ‘ঢাকা অ্যাটাক’। ছবিটিতে জিসান চরিত্রে অভিনয় করে আলোচিত তিনি। সাধারণ মানুষ থেকে এখন তিনি তারকা। তারকাকে নিয়ে রটে নানা গুজব, শোনা যায় নানা গুঞ্জন। তাসকিনের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। শোনা গিয়েছিল, বিয়ে করেছেন তিনি। এখন সেই বিয়েটাকে অস্বীকার করছেন। আসল ঘটনা তবে কী?

‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর রাতারাতি বদলে যায় অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি তাসকিন রহমানের জীবন। একসময় শোনা যায়, বিয়ে করেছেন তিনি। তবে ‘ঢাকা অ্যাটাক’ ছবির সাফল্যের পর বিয়ের ঘটনা আড়াল করতে চেয়েছেন। এমনকি ‘ঢাকা অ্যাটাক’-এর মাধ্যমে আলোচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর বেশ কিছু ছবি প্রকাশিত হয়। ক্রমাগত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় যাওয়া-আসা করছিলেন তাসকিন। সে কারণে ঘটনাটি নিয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। বিয়ে করা না-করার বিষয়টি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।

নতুন ছবি ‘যদি একদিন’-এর মুক্তি এবং ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং উপলক্ষে কিছুদিন হলো ঢাকায় অবস্থান করছেন অভিনেতা তাসকিন রহমান। গতকাল রোববার সন্ধ্যায় তিনি আসেন কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে। কথা প্রসঙ্গে বিয়ের কথা উঠতেই তাসকিন বলেন, ‘বিয়ের বিষয়টি একটি অপপ্রচার। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার যেসব ছবি ছড়ানো হয়েছে, সেগুলোও। যাঁরা ছবিগুলো ছড়িয়েছেন, তাঁদের প্রতি অনুরোধ, ছবিগুলো যেন তাঁরা সরিয়ে নেন। স্বামী-স্ত্রী হিসেবে ঘর-সংসার করিনি আমরা। দুজনের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে খাতা-কলমে এগোনোর আগেই আমরা সম্পর্ক থেকে সরে আসি।’

তাসকিন রহমান। ছবি: প্রথম আলো

তাহলে অপপ্রচারের কারণ কী? তাসকিন বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত নই। আমি স্ত্রীকে নিয়ে সুখে জীবনযাপন করছি—এমন তথ্য যাঁরা ছড়াচ্ছেন, তাঁরা একেবারেই ভুল। আশা করব, এই ধরনের ভুল তথ্য যেন কেউ না ছড়ায়।’

যাকে ঘিরে এসব অপপ্রচার, তাঁর সঙ্গে আপনার পরিচয় নেই? তাসকিনের জবাব, ‘না, তা নয়। তাঁর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। কিন্তু আমরা কখনোই স্বামী-স্ত্রী ছিলাম না। তাঁর সঙ্গে আমার অদূর ভবিষ্যতে কখনো সম্পর্ক হবে না। বাড়িয়ে বলে তো লাভ নেই, সত্য হচ্ছে, আমি বিয়ে করিনি। ভবিষ্যতে যদি কারও সঙ্গে আমার বোঝাপড়া তৈরি হয়, তখন হয়তো বিয়ের বিষয়টি বিবেচনা করব।’

ছোটবেলা থেকে অভিনয়ে যুক্ত তাসকিন রহমান। বয়স যখন ৮ বা ৯ বছর, বাংলাদেশ টেলিভিশনের অভিনয় ও গান দুই বিভাগ থেকেই নতুন কুঁড়ি পুরস্কার পেয়েছিলেন তাসকিন। গান ও অভিনয়ের পাশাপাশি ছবি আঁকার ব্যাপারেও আগ্রহ ছিল তাঁর। তাসকিন বলেন, ‘ছবি আঁকা, গান কিংবা অভিনয় শিখতে আমার কোনো শিক্ষক দরকার হয়নি। ইচ্ছাশক্তি দিয়েই এসব করে এসেছি।’

শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনের কিছু নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে তাসকিন প্রথম অভিনয় করেন ১৯৯৫ সালে। সেটি ছিল ‘হৃদয় আমার’ ছবিতে আমিন খানের ছোটবেলার চরিত্রে। এরপর ২০০২ সালে লেখাপড়া করতে অস্ট্রেলিয়া চলে যান তিনি। এর মাঝে কিছু টেলিছবিতে কাজ করেছেন। ২০১৪ সালে তিনি প্রথম অভিনয় করেন ‘আদি’ ছবিতে। পরে ২০১৫ সালে ‘মৃত্যুপুরী’, ২০১৬ সালে ‘অপারেশন অগ্নিপথ’ ও ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। মজার ব্যাপার হলো, তাঁর কাজ করা শেষ ছবিটি মুক্তি পেয়েছে আগে। আর সেটিই তাঁকে দিয়েছে পরিচিতি।