Thank you for trying Sticky AMP!!

শবনম বুবলী

বুবলীর ঝালফ্রাই ও পোলাও প্রশংসিত

ঠিক গেল বছর ঈদটা বুবলীকে কাটাতে হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ফিল্ম নিয়ে একটি কোর্স করতে গিয়ে তিনি সেখানে আটকে যান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে তাঁকে সেখানেই থেকে যেতে হয়। তাই তো মা–বাবা ও ভাইবোন ছাড়াই ঈদ উদ্‌যাপন করতে হয়েছিল এই ঢালিউড তারকাকে। জীবনে কোনো দিন এমন ঈদ আসবে, তিনি ভাবতেও পারেননি! তবে এবার মা–বাবা ও ভাইবোনের সঙ্গে ঈদ কাটাতে পেরে আনন্দ বেড়েছে তাঁর কয়েক গুণ। একই সঙ্গে করোনার সংক্রমণে বাংলাদেশ ও পুরো পৃথিবীর যে অবস্থা, তা ভেবে মনও কিছুটা খারাপ এই তারকার। আজ শনিবার দুপুরে কথায় কথায় সেসব জানালেন বুবলী।

শবনম বুবলী

ঢাকার উত্তরায় মা–বাবা ও ভাইয়ের সঙ্গে থাকেন শবনম বুবলী। ঈদ কেমন কেটেছে, জানতে চাইলে শবনম বুবলী বলেন, ‘পরিবারের সবার সঙ্গেই ঈদ কেটেছে। আমার যেমন ভালো কেটেছে, তেমনি সার্বিক পরিস্থিতির কথা ভেবে মনটা খারাপ হয়েছিল। মহামারির এই বিপর্যয়ের পরও তো জীবন চালিয়ে নিতে হয়। আমারও তেমনটা ভেবেই দিন পার করতে হচ্ছে।’

শবনম বুবলী

ঈদের মতো উৎসবে সব সময় হাতে মেহেদি দিতে খুব পছন্দ করেন বুবলী। এবারও সেটা করেছেন। এ নিয়ে ফেসবুকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি। বুবলী বলেন, ‘যদিও কোভিড-১৯–এর কারণে আমাদের সবার মন ভীষণ খারাপ। কিন্তু তারপরও ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা সবাইকে যার যার অবস্থান থেকে, সতর্কতা অবলম্বন করে, সুরক্ষার কথা মাথায় রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হচ্ছে। ঈদের সময় হাতে মেহেদি দেওয়াটা আমার ভীষণ পছন্দ। আমার তো এ–ও মনে হয়, মেহেদি ছাড়া মনে হয় ঈদ পূর্ণতা পায় না। শুটিংয়ের কারণে মেহেদি খুব একটা দেওয়া হয় না। কিন্তু মেহেদি আমার ভালো লাগে। সে জন্য এবারের ঈদেও মেহেদি দিয়েছি।’

শবনম বুবলী

ঈদের দিন রান্নাঘরে সময় কেটেছে বুবলীর। জানালেন, পরিবারে তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। মায়ের সঙ্গে রান্নাঘরে প্রায়ই ঢুঁ মারেন তিনি। একটা সময় তাঁরও ইচ্ছা হয়, নতুন পদ রান্না করতে। কয়েক বছর ধরে এই প্রবণতা একটু বেড়েছে। তাই সময় পেলেই তিনি রান্নাবান্না করেন। এতে বেশ আনন্দ পান তিনি। বুললী বলেন, ‘আমার রান্না করা খাবার খেয়ে যখন কেউ প্রশংসা করে, তখন তো এই আনন্দ আরও বেড়ে যায়।’
আপনার কোন পদ সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে? এ প্রশ্নে বুবলী বলেন, ‘এখন পর্যন্ত গরুর মাংসের ঝালফ্রাই, পোলাও খেয়ে সবাই খুব পছন্দ করেছে। আমি কিন্তু হাঁসও রান্না করতে পারি। এবারের ঈদে পোলাও, গরুর মাংস রান্না করেছি। চটপটি খেয়েও সবাই প্রশংসা করেছে।’

শবনম বুবলী

এদিকে বুবলী প্রস্তুতি নিচ্ছেন পরের ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর। ২৩ মে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এই ছবিতে তিনি অভিনয় করবেন ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে। ঈদের আগে দুই অভিনয়শিল্পী ফটোশুটেও অংশ নিয়েছেন। বুবলী জানান, একটি অসাধারণ গল্পের ছবি হবে এটি। বুবলী বলেন, ‘এমন গল্পের জন্যই অভিনয়শিল্পীরা অপেক্ষা করে থাকেন। পরিচালকের সঙ্গে সার্বক্ষণিক ছবিটির নানা দিক নিয়ে আলাপ হচ্ছে। টিমটাও অসাধারণ। এরই মধ্যে ফটোশুটে অংশ নিয়ে টিমের অনেকের সঙ্গে পরিচিত হয়েছি। দারুণ স্পিরিট নিয়ে কাজটি এগিয়ে নিচ্ছেন সবাই। অন্য রকম একটি গল্পের অংশ হতে পারব ভেবে ভালো লাগছে।’

‘লিডার; আমিই বাংলাদেশ’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক তপু খানের সঙ্গে শাকিব খান ও বুবলী

আরটিভি প্রযোজিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটির পরিচালক তপু খান। পরিচালকের এটি হতে যাচ্ছে প্রথম চলচ্চিত্র। তিনি এর আগে দুই শতাধিক নাটক পরিচালনা করেছেন। বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিও বানিয়েছেন অনেক।