Thank you for trying Sticky AMP!!

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের প্রথম ছবি ‘স্টপ জেনোসাইড’

‘স্টপ জেনোসাইড’ এর একটি দৃশ্য

‘জহির রায়হানের “স্টপ জেনোসাইড” সারা পৃথিবীর শোষিত জনগণের মুক্তিসংগ্রামের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংযুক্ত করেছে। ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতির কাছ থেকে টাকা নিয়ে আমি ছবিটিকে অর্থ সহায়তা করেছিলাম,’ নবম লিবারেশন ডকফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন সংস্কৃতি ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

‘স্টপ জেনোসাইড’কে তিনি ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের প্রথম ছবি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘উৎসবে বিভিন্ন দেশের ছবি এসেছে। তাদের সঙ্গে দেশের যোগসূত্র স্থাপিত হয়েছে। এর মাধ্যমে পৃথিবীব্যাপী সংগ্রামী মানুষের মধ্যে একটা যোগসূত্র তৈরি হচ্ছে।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে আজ সকাল ১০টায় অনলাইনে শুরু হয়েছে মুক্তি ও মানবাধিকারবিষয়ক এই প্রামাণ্যচিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের ও মফিদুল হক এবং উৎসব পরিচালক তারেক আহমেদ। সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম।

আজ সকাল ১০টায় অনলাইনে নবম লিবারেশন ডকফেস্টের উদ্বোধন হয়।

স্বাগত বক্তব্যে অভিনেত্রী সারা যাকের বলেন, ‘আমরা ইতিহাসকে ধরে রাখতে চাই। মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আবিষ্কার করতে চাই। লিখে রাখা ও বলে রাখার পাশাপাশি একে ভিডিওতে ধারণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজের কাছে সংরক্ষণ করাটাও একটা কাজ। সেই জায়গা থেকে এটা খুবই রিলেভেন্ট যে আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালটা করছি।’

গবেষক মফিদুল হক বলেন, ‘প্রথম উৎসবের পরে রবিউল (হুসাইন) ভাই বলেছিলেন, মফিদুল, এই উৎসব কিন্তু একদিন বিশাল হবে। আজকে রবি ভাইয়ের কথাটা মনে পড়ছে। এটা একটা বিশাল ব্যাপার, মুক্তিযুদ্ধ জাদুঘরের আহ্বানে বিশ্বলোক থেকে সাড়া পাচ্ছি আমরা।’

উৎসব পরিচালক তারেক আহমেদ বলেন, ‘আমরা উৎসবে ভিন্ন রকমের কিছু করার চেষ্টা করছি। আমরা ইয়ুথ জুরি নিয়ে একটা সেকশন করেছি। সেখানে তরুণেরা ছবি বাছাই করে। এই বিভাগে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পুরস্কার দেওয়া হয়।’

উৎসবে থাকছে ‘মেমোরি মিঙ্কা’ প্রামাণ্যচিত্রটি

উৎসব চলবে ১২ জুন পর্যন্ত। প্রথম দিনে দেখানো হচ্ছে ২৯টি প্রামাণ্যচিত্র। এর মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতার ২টি, দেশীয় প্রতিযোগিতার ১টি, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডের ২১টি, বিশেষ আয়োজনের ৪টি এবং এক মিনিট প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালার ৫টি প্রামাণ্যচিত্র আছে। বিনা মূল্যে উৎসবের ওয়েবসাইট www.liberationdocfestbd.org -এ রেজিস্ট্রেশন করে ছবিগুলো দেখা যাবে।

এ ছাড়া বিকেল ৪টা ও রাত ৯টায় থাকছে আর্টিস্ট টক। সন্ধ্যা ৭টায় তরুণ চলচ্চিত্র নির্মাতা ও আলোচকদের অংশগ্রহণে থাকছে ‘ইয়াং ফিল্ম মেকিং কমিউনিটি: একাডেমিক এডুকেশন অ্যান্ড ফিল্ম অ্যাজ ক্যারিয়ার’ বিষয়ে প্যানেল ডিসকাশন। অতিথি থাকছেন নির্মাতা আরিফুর রহমান, তাসমিয়াহ্ আফরীন, মেহেদী হাসান ও মেহেদী মোস্তফা।

আজ সন্ধ্যা ৭টায় তরুণ চলচ্চিত্র নির্মাতা ও আলোচকদের অংশগ্রহণে থাকছে প্যানেল ডিসকাশন

এবারের উত্সবে ১১২টি দেশের ১ হাজার ৯০০–এর বেশি ছবি জমা পড়েছে। সেখান থেকে নির্বাচিত ১১৯টি প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার বাইরের ছবি হিসেবে প্রদর্শিত হচ্ছে।