Thank you for trying Sticky AMP!!

সিয়াম ও পূজা কেন ছুটছেন?

‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম ও পূজা চেরী

ঈদ চলে এসেছে। তাই ‘পোড়ামন ২’ ছবির নায়ক-নায়িকা কেউ ঘরে বসে নেই। ছুটছেন নানা জায়গায়। অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে। কথা বলছেন নিজেদের মুক্তি প্রতীক্ষিত ছবি নিয়ে। দেশের ছবির নবাগত নায়ক সিয়ামের প্রথম ছবির ক্ষেত্রে তেমনই দেখা যাচ্ছে। এবার ঈদে দেশের মানুষ নায়ক হিসেবে পাবেন এই তরুণকে। প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে সঙ্গী পেয়েছেন এ সময়ের আলোচিত নায়িকা পূজা চেরীকে। জুটি হিসেবে দুজনের এটি প্রথম ছবি।

‘পোড়ামন ২’ ছবিটি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। ঈদে ঢাকা ও দেশের অন্য বিভাগীয় শহরগুলোর ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ। এবার ঈদ ও বিশ্বকাপ ফুটবল একই সময়ে হওয়ায় ছবি দেখানোর জন্য নায়ক-নায়িকাদের একটু বেশি ছুটতে হচ্ছে। গতকাল বুধবার রাতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে একটি অনুষ্ঠানে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের সঙ্গে নিজেদের মুক্তি প্রতীক্ষিত ছবি নিয়ে কথা বলেন সিয়াম ও পূজা। অনুষ্ঠানে আসা দর্শকদের সবাইকে এবং তাঁদের পরিবার ও বন্ধুদের ঈদের ছবি ‘পোড়ামন ২’ দেখার জন্য অনুরোধ করেন তাঁরা।

দেশের চলচ্চিত্রে ‘নুরজাহান’ ছবির মধ্য দিয়ে অভিষেক ঘটে পূজার চেরীর। একটা সময় পর্যন্ত শিশুশিল্পী হিসেবে কাজ করেন পূজা। হঠাৎ নায়িকা হিসেবে বড় পর্দায় হাজির হয়ে সবাইকে চমকে দেন। ঢালিউডের নতুন প্রজন্মের এই নায়িকা তাঁর দ্বিতীয় ছবি ‘পোড়ামন ২’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তাঁর চাওয়া, দেশের চলচ্চিত্রপ্রেমী সব দর্শক যেন ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

পূজা বলেন, ‘দেশের মানুষের কাছে অনুরোধ, আপনারা পরিবারের সবাইকে নিয়ে “পেড়ামন ২” ছবিটি দেখবেন। এই ছবিটি সবার দেখার মতো। আমি নিশ্চিত করে বলতে চাই, ছবিটি সবার ভালো লাগবে। এরই মধ্যে ছবির পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশের পর সবাই দারুণভাবে পছন্দও করেছেন। তাই তো জোর দিয়ে বলতে চাই, প্লিজ, আপনারা সবাই প্রেক্ষাগৃহে আসুন, আর আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিন।’

২০১৪ সাল থেকে ছোট পর্দায় কাজ করতেন সিয়াম আহমেদ। বিজ্ঞাপনচিত্রেও শোবিজের এই তরুণের নিয়মিত পদচারণ। এবারই প্রথম বড় পর্দায় অভিষেক ঘটছে তাঁর। তা-ও আবার ঈদের মতো বড় একটি উৎসবে। প্রথম ছবিতে তাঁকে পর্দায় প্রতিযোগিতা করতে হবে দেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে। তবে শাকিব খানের বিষয়টি মনেই আনতে চান না সিয়াম। তাঁর মতে, শাকিব ভাইয়ের মতো অভিনেতার সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি আমার মতো নবাগতর ভাবাই উচিত না। তিনি আমাদের দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সিয়াম তাঁর নিজের ছবির কাজটা যেন সবাই দেখেন, তা নিয়েই শুধু ভাবতে চান। বলেন, ‘চলচ্চিত্র নিয়ে বেশি কথা বলার যোগ্যতা আমার নেই। মাত্র চলচ্চিত্রে পা রেখেছি। কয়েকটি ছবির কাজ করলাম। প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছোট পর্দায় আপনারা অভিনয় না দেখলে আর সমর্থন না পেলে আমি কোনো দিন আপনাদের সিয়াম হতে পারতাম না। তাই সবার কাছে অনুরোধ, আমার প্রথম ছবিটি সবাই প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।’

সিয়াম আরও বলেন, ‘চলচ্চিত্রে কাজ করতে এসে শুনেছি, এই দেশে একসময় ১ হাজার ২০০ প্রেক্ষাগৃহ ছিল। এখন তো ঈদ উৎসবে মাত্র ২৮০ প্রেক্ষাগৃহ। অনেকের মতে, আমাদের নাটক অনেক জনপ্রিয় আর দর্শকও স্মার্ট। অনেকে বলেছেন, সিয়াম নাটকেই তো ভালো করেছ, চলচ্চিত্রে কেন এসেছ? সবাইকে এর উত্তর দেব ছবিটি মুক্তির পর।’

অল্প কদিনের অভিজ্ঞতা থেকে সিয়াম বলেন, ‘এখন কিন্তু কোটি টাকা লগ্নি করার মতো মানুষ পাওয়া যায় না। অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের কিছু প্রযোজক চলচ্চিত্রকে ভালোবেসে ছবি বানিয়ে যাচ্ছেন। সেন্সর বোর্ডে ছবিটি যাঁরাই দেখেছেন, সবাই প্রশংসা করেছেন। তাঁদের কথায় আমি অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, আপনারা টাকা খরচ করে প্রেক্ষাগৃহে এসে ছবি দেখুন, খারাপ লাগলে আপনাদের গালি খেতে রাজি। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগবে, এটা ওপেন চ্যালেঞ্জ করে গেলাম।’

‘পোড়ামন ২’ ছবিটি ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ ছবির সিক্যুয়েল। একই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করেন সাইমন ও মাহি। আর ‘পোড়ামন ২’ ছবির পরিচালক রায়হান রাফী।