Thank you for trying Sticky AMP!!

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে রাবেয়া চরিত্রে দেখা যাবে পরীমনিকে। শুক্রবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি

সেলিমের ‘গুনিন’ ছবিতে রাবেয়া পরীমনি

এত দিন ছিল গুঞ্জন। এবার সত্যতা পাওয়া গেল। ওয়েব ফিল্মে অভিনয় করছেন পরীমনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাঁকে। রাবেয়া চরিত্রটি প্রথমে করার কথা ছিল নুসরাত ফারিয়ার।
শুক্রবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তিনি জানান, জেল থেকে বের হওয়ার দুই দিন পরেই পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়। তিনি বলেন, ‘এরই মধ্যে গল্প ও চরিত্রটি নিয়ে দুই দিন বসেছি আমরা। পুরো গল্পটি আমি পড়েছি। আজ রাতে কাজটির জন্য চুক্তিবদ্ধ হলাম।’

পরীমনি

আগামী ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা আছে। চরিত্রটি তাঁর কতটুকু ভালো লেগেছে? এ প্রসঙ্গে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘চরিত্র পছন্দ-অপছন্দ বিষয় নয়। গিয়াস উদ্দিন সেলিম আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর সঙ্গে কাজ করলে আমি মানসিকভাবে ভালো থাকি। শুটিংয়ে একটা উৎসবের পরিবেশ তৈরি করে কাজ করেন সেলিম ভাই।’
কীভাবে এই ছবির সঙ্গে যুক্ত হলেন? পরীমনির বক্তব্য, ‘জেল থেকে বের হওয়ার দুই দিন পরে সেলিম ভাইয়ের সঙ্গে দেখা। আমাকে বললেন, “নতুন একটি ছবি করতে যাচ্ছি। তুমি করবা? তোমার কোনো সমস্য আছে আমার সঙ্গে কাজ করতে?” জেল থেকে মাত্র বেরিয়েছি। সবকিছু মিলে সময়টা ভালো যাচ্ছিল না। সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল।’

পরীমনি জানান, এত বড় একটি ঘটনার পরে প্রথম কাজ গিয়াস উদ্দিন সেলিমের মতো পরিচালকের সঙ্গে হচ্ছে, এটি তাঁর জন্য বড় প্রাপ্তি।
পরীমনির সঙ্গে ছবির চুক্তির নিশ্চয়তা দিয়েছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিমও। তিনি বলেন, ‘প্রথমে চরিত্রটি নুসরাত ফারিয়ার করার কথা ছিল। কিন্তু তাঁর সিডিউল জটিলতার জন্য সম্ভব হয়নি। নতুন অপশন হিসেবে পরীমনিকে নিলাম। চরিত্রটিতে তাঁকে ভালো মানাবে। “স্বপ্নজাল” সিনেমা ও “প্রীতি” ওয়েব সিরিজে পরীমনির সঙ্গে আমি কাজ করেছি। তাই এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করা আরও সহজ হবে বলে মনে করি।’

পরীমনি

গিয়াস উদ্দিন সেলিম জানান, ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হবে। সেখানে ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। এরপর ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে।
৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুনিন’ ছবির কাহিনি। সেখানে জিন–ভূত তাড়ানো হয়। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে উড়ছে লাল কাপড়ের নিশান। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।
‘গুনিন’ ছবিটি একটি স্ট্রিমিং প্ল্যাটফর্জমের ন্য তৈরি হচ্ছে। পরীমনি ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ।

পরীমনি

এদিকে পরীমনি জানিয়েছেন, জেলে যাওয়ার পর থেকে এ পর্যন্ত তাঁর শরীরের ওজন বেড়েছে চার–পাঁচ কেজি। ‘গুনিন’–এর শুটিংয়ে যাওয়ার আগে ওজন ঝরানোর চেষ্টা করছেন। তিনি বলেন, ‘উচ্চতা অনুযায়ী আমার ওজন হওয়া উচিত ৫০ কেজি। সেটি বেড়েছে। শরীরকে ফিট রাখার জন্য কমানোর চেষ্টা করছি।’