Thank you for trying Sticky AMP!!

স্ত্রী মিতার সঙ্গে মিশা সওদাগর

‘পারলে ক্ষমা করে দিয়ো’, স্ত্রীর প্রতি মিশা সওদাগর

আগের দিন রাত আড়াইটা পর্যন্ত শুটিংয়ে ছিলেন মিশা সওদাগর। পরদিন সকালে উঠে আবার ছুটতে হয়। এতে করে স্ত্রীর জন্মদিনের কথা বেমালুম ভুলে যান। এমনটা সচরাচর কখনো হয়নি। তাই নিজে থেকে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ার কথা তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেনও।

ঢালিউডের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর তাঁর ফেসবুকে লিখেছেন, ‘কলটাইম সাতটায়। ঠিক সাতটায় হোটেলে গাড়ি এসে উপস্থিত। খুব সকালে ঘুম থেকে উঠে যাই। শুটিংয়ের জন্য শহর থেকে প্রায় দেড় ঘণ্টা গাড়িতে করে যেতে লেগেছে। তারপর শুটিংয়ে ডুবে গেলাম। সবকিছু ভুলে গিয়েছিলাম। শুধু ঠিকঠাকভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে। পারলে ক্ষমা করে দিয়ো। অনিচ্ছায় ভুলে এক দিন দেরির জন্য। মিতা, শুভ জন্মদিন।’

মিশা সওদাগর ও তাঁর স্ত্রী জোবায়দা রব্বানী মিতা

১০ বছরের প্রেমের সম্পর্ক, এরপর বিয়ে। ১৯৯৩ সালে বকশীবাজার কমিউনিটি সেন্টারে মিশা সওদাগর ও জোবায়দা রব্বানী মিতার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেখতে দেখতে সেই বিয়ের বয়স পেরিয়েছে ৩০ বছর। মিশা মনে করেন, ‘মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা। আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে স্ত্রী।’

Also Read: প্রেম, দাম্পত্য জীবন—স্ত্রী প্রসঙ্গে যা বললেন মিশা সওদাগর

মিশা সওদাগর এই মুহূর্তে আছেন কলকাতায়। সেখানে তিনি হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমার শুটিং করছেন। শুটিংয়ের উদ্দেশ্যে ১৪ ডিসেম্বর তিনি কলকাতায় যান। পরদিন শুটিং শুরু করেন। ১৯ ডিসেম্বর কলকাতায় মিশার অংশের শুটিং হবে। এরপর ঢাকায় ফিরে আসবেন বলে জানান তিনি। মিশার কাছে তাঁর স্ত্রী কী, তা তিনি কদিন আগে প্রথম আলোর সঙ্গে আলাপে জানিয়েছেন। নিজের সেই মানুষটার বিশেষ দিনের কথা ভুলে গিয়ে ভীষণ অনুতপ্ত এই খল অভিনেতা। তবে স্ত্রী তাঁকে বুঝতে পারেন, তাই কিছু মনে করেননি বলেও জানিয়ে রাখেন।

স্ত্রীর সঙ্গে মিশা সওদাগর

মিশা বলেন, ‘সবাই আমরা শুটিংয়ে মগ্ন। এতটা পেশাদারভাবে শুটিং হয়, মগ্ন না হয়ে উপায়ও নেই। আগের দিন রাত আড়াইটা পর্যন্ত শুটিং করেছি। পরদিন আবার কলটাইম ছিল সাতটায়। দ্রুত উঠে নামাজ পড়ে, জিম করে ছুটলাম। বের হওয়ার পথে একবার ভাবছিলাম, জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়ে রাখব। কিন্তু স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে করতে আবার ভুলে যাই। এরপর তো শুটিং শুরু হলো, সারা দিন আর মনে পড়েনি। তবে মিতা আমাকে বুঝতে পারে। সে মন অতটা খারাপ না করলেও, আমি ভাবলাম সরি বলে দিই। ৩০ বছরের বিবাহিত জীবনে এমনটা কখনো ঘটেনি। তার আগে তো প্রেম করেছি ১০ বছরের মতো, তখন তো আরও না। এবারের ভুলটা তাই মানতে পারছিলাম না। তাই তো সরি বলে ফেললাম।’

Also Read: আফসোস, সুযোগ থাকা সত্ত্বেও আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে কেউ ভাবলেন না: মিশা সওদাগর

মিশা সওদাগর কলকাতায় ‘কবি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও স্ত্রী মিতা আছেন যুক্তরাষ্ট্রে। শুটিং শেষ করে মিশাও ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন। মিশা-মিতা দম্পতি দুই পুত্রসন্তানের জনক–জননী। বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণী। তাঁরা যুক্তরাষ্ট্রে থাকেন। তাই তো সময়–সুযোগ পেলেই স্ত্রী-পুত্রকে সময় দিতে উড়াল দেন অভিনেতা।