Thank you for trying Sticky AMP!!

‘না খেয়ে থাকতে পারি, তাই বলে তো মানসম্মান শেষ করতে পারি না’

অরুণা বিশ্বাসের জন্মদিন

আজ সোমবার একসময়কার জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাসের জন্মদিন। কিন্তু এই বিশেষ দিনে তাঁর বাসায় কোনো উৎসব আয়োজন নেই। অরুণা বিশ্বাস জানান, মা, ভাই ও একমাত্র ছেলে কানাডায় আছেন। এ কারণে জন্মদিনটি ওভাবে উদ্‌যাপন করা হচ্ছে না। তিনি বলেন, ‘জন্মদিনের উৎসব রঙিন হয়, রক্তের সম্পর্কের মানুষগুলো কাছে থাকলে। তাঁরা বাসায় অনেক কিছুই আয়োজন করেন। ঘর আনন্দ-উল্লাসে ভরে যায়। কিন্তু আপনজনেরা তো সবাই দেশের বাইরে আছেন। এ কারণে ওভাবে জন্মদিনটি উদ্‌যাপন করছি না।’

তবে জন্মদিনটি একেবারেই বিবর্ণ হয়নি অরুণার। তিনি বলেন, ‘বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন রাত থেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কেউ কেউ ফুল, কেকও পাঠিয়েছেন বাসায়। সবচেয়ে বেশি ভালো লাগছে, এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে আমার ছবি পোস্ট করে, ইনবক্সে খুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সন্ধ্যার পর কিছু মানুষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁরা আমার জন্মদিনটি নিয়ে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন।’

কথা প্রসঙ্গে খানিকটা ক্ষোভের সুরে এই অভিনেত্রী বলেন, ‘মিডিয়ার অনেকে মনে করেন, আমরা সমসাময়িক যারা আছি, তারা হারিয়ে গেছি। সিনেমা বা অন্য কোনো মাধ্যমে আমরা আর কোনো কাজে আসব না। কিন্তু আমি মনে করি, আমরা এখনো হারিয়ে যাইনি।’

তবে জন্মদিনটি একেবারেই বিবর্ণ হয়নি অরুণার

এই অভিনেত্রীর মন্তব্য, ‘এ সময়ের করপোরেটরা আমাদের নিয়ে কাজ করতে চায় না। মনে রাখে না। তারা নতুনদের নিয়েই কাজ করে, করতে চায়। কিন্তু আমি মনে করি, এ সময়ের শিল্পীদের কাজের ক্ষেত্রে জানাশোনার পরিধির কিছুটা অভাব আছে। অনেক সময় তাঁদের সম্পর্কে অভিযোগও পাই। কিন্তু আমরা যখন এখানে কাজ করতে এসেছিলাম, জেনে–শিখেই এসেছিলাম। তখন কাজটা কাজের মতো করেই করেছি। যদি আমাদের মতো পুরোনোদের সঙ্গে নতুনদের সমন্বয় করে কাজ হতো, তাহলে নতুনেরা শিখতেও পারতেন, জায়গাটাও শক্তিশালী হতো।’

১৯৮৬ সালে ‘চাঁপাডাঙ্গার বউ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় অরুণা বিশ্বাসের। এ পর্যন্ত প্রায় শতাধিক ছবিতে নায়িকা হয়েছেন। কাজ করেছেন অর্ধ শতাধিক ছবিতে চরিত্র অভিনেত্রী হিসেবে। তবে দীর্ঘদিন আর নিয়মিত অভিনয় করেন না। তবে এখন মাঝেমধ্যে নির্মাতা হিসেবে কাজ করেন। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘শান’। ছবিটি গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

১৯৮৬ সালে ‘চাঁপাডাঙ্গার বউ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় অরুণা বিশ্বাসের

নিয়মিত অভিনয় না করা প্রসঙ্গে একসময়ের জনপ্রিয় এই নায়িকা আক্ষেপ করে বলেন, ‘এখন তো শুধুই মায়ের চরিত্রে ডাকা হয়। আমি নানির চরিত্রেও অভিনয় করতে রাজি। কিন্তু গল্পকেন্দ্রিক হতে হবে চরিত্র। সেটা তো হচ্ছে না। আমাদের নিয়ে গল্প লেখা হয় না। তা ছাড়া অনেক সময় পারিশ্রমিকও দিতে চান না। পোস্টারে আমাদের সমসাময়িক শিল্পীদের ছবি নগণ্যভাবে প্রকাশ করা হয়। অথচ পার্শ্ববর্তী দেশের সিনেমা, নাটকে উল্টো চিত্র। তাঁরা জ্যেষ্ঠ তারকাদের কত সম্মানের জায়গা রেখে কাজ করছেন।’ এই অভিনেত্রীর বক্তব্য, ‘না খেয়ে থাকতে পারি, তাই বলে তো মানসম্মান শেষ করতে পারি না।’

এদিকে সরকারের অনুদানের ‘অসম্ভব’ সিনেমাটি পরিচালনা করছেন অরুণা বিশ্বাস। ছবির শুটিং শেষ। এখন আবহসংগীতের কাজ চলছে। এই অভিনেত্রী বলেন, ‘পোস্ট–প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। আশা করছি, চলতি মাসেই সেন্সর বোর্ডে জমা দিতে পারব।’

‘অসম্ভব’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন অরুণা বিশ্বাস

কবে নাগাদ মুক্তি দেবেন জানতে চাইলে অরুণা বিশ্বাস বলেন, ‘অনুদানের নীতিমালা অনুযায়ী এ বছরই মুক্তি দিতে হবে। আশা করছি, নভেম্বরে মুক্তি দিতে পারব।’

‘অসম্ভব’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন অরুণা বিশ্বাস। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, জোছনা বিশ্বাস, স্বাগতা, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, গাজী আবদুর নুর প্রমুখ।