‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে গত বছরটা যেন নতুন করে শুরু করেছেন শাকিব খান। বছরজুড়েই ওই সিনেমাসহ নানা কারণে আলোচনায় ছিলেন ঢালিউড কিং। কাজগুলো তাঁকে যেমন আলোচনায় রেখেছে, তেমনি নিয়মিত ছবি পোস্ট করেও ভক্তদের কাছে আলোচনায় ছিলেন শাকিব। ফেসবুকে পোস্ট করা ছবিতে ভক্তদের রিঅ্যাকশনের ভিত্তিতে শাকিব সেরা ছয় ছবি দেখে নিতে পারেন।
