Thank you for trying Sticky AMP!!

কবুল বলেই বিয়ের আসর থেকে পালালেন নায়ক

রোমান্টিক একটি মুহূর্তে দেখা গেল ‘পরাণ’ সিনেমার জুটি শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে। তাঁরা এবার একসঙ্গে আসছেন ‘দামাল’ ছবিতে। ফুটবল খেলার ফাঁকে প্রেম করছেন এই জুটি। গতকাল ছবিটির প্রথম গান প্রকাশ পেয়েছে
গত রাতে মমতাজ বেগমের গাওয়া গানটি দর্শকদের প্রশংসা পাচ্ছে। ‘ঘুরঘুর পোকা’ শিরোনামের গানের একটি মুহূর্তে বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
শরীফুল রাজকে কান ধরে ওঠবস করার রোমান্টিক দৃশ্যটি দর্শকেরা প্রশংসা করছেন। ছবি: সংগৃহীত
মিম সিনেমার নায়ক শরীফুল রাজকে কান ধরে ওঠবস করাচ্ছিলেন। এর মধ্যেই কান ধরে নায়ক ঘুরে দাঁড়ালে হাসতে হাসতে পালিয়ে যান নায়িকা। ছবি: সংগৃহীত
‘দামাল’ সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ে খেলাকে কেন্দ্র করে। একদল ‘দামাল’ ফুটবলার। গানে ঘুরেফিরে আসে ফুটবল। ট্রেনের ছাদে ফুটবল খেলে প্রেমিকার অভিমান ভাঙানোর চেষ্টা। ছবি: সংগৃহীত
রোমান্টিক একটি মুহূর্তে মিম–রাজ। দামাল সিনেমার পাত্র–পাত্রী। ছবি: সংগৃহীত
গানে গায়েহলুদের একটি মুহূর্তে শরীফুল রাজ। ছবি: সংগৃহীত
এর আগে ‘পরাণ’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে নাসির উদ্দিন খান ও শরীফুল রাজকে। পুলিশ চরিত্রে নাসির ও মাস্তান চরিত্রে শরীফুল রাজ অভিনয় করেছিলেন। এবার ‘দামাল’-এ শরীফুলের ফুটবল কোচ নাসির। গানের মধ্যে নাসিরের সংলাপ, ‘আজকে লেট করলি কেন?’ এ সময় রাজের সংলাপ, ‘স্যার, আজ আমার গায়েহলুদ আছিলো।’ ছবি: সংগৃহীত
গানের মধ্যে বিয়ের একটি দৃশ্যে কনে সেজে অপেক্ষা করছেন বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
কবুল বলেই বিয়ের আসর থেকে পালালেন নায়ক। ফুটবল খেলায় অংশ নিতেই এই পাগলামি। গানের এমন দৃশ্যগুলো দর্শকদের নজর কেড়েছে। ছবি: সংগৃহীত