Thank you for trying Sticky AMP!!

‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’ উপন্যাস হাতে নিয়ে এভাবেই পোজ দিয়েছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার

ঢাকার লেখকের বইয়ে মুগ্ধ কলকাতার নায়িকা

কদিন আগে বাংলাদেশি চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে অভিনয় দিয়ে খবরের শিরোনামে এসেছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’র শুটিং বছরের শেষ দিকে শুরুর কথা রয়েছে। এরই মধ্যে কলকাতার এই অভিনেত্রী বাংলাদেশি তরুণ লেখকের উপন্যাস নিয়ে মুগ্ধতার কথা প্রকাশ করলেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে সেই মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তরুণ লেখক রাহিতুল ইসলামের উপন্যাস ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’র ভূয়সী প্রশংসা করলেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। ফেসবুকে ভিডিও আকারে পোস্ট করেছেন উপন্যাস দুটো নিয়ে রিভিউ।

সোহিনী সরকার

‘শ্রীকান্ত’, ‘বিবাহ অভিযান’ ও ‘ভিঞ্চি দা’খ্যাত অভিনেত্রী সোহিনী সরকার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশের কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের “অর্পা” এবং “কল সেন্টারের অপরাজিতা” উপন্যাস দুটো ভীষণ অনুপ্রাণিত করেছে। মুগ্ধ হয়েছি!’

‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’ উপন্যাসের লেখক রাহিতুল ইসলাম

প্রথমা প্রকাশনের উপন্যাস ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’ ভারতে পাওয়া যাচ্ছে দে’জ পাবলিকেশনসে। ফেসবুকে চিত্রনায়িকা সোহিনী সরকারের রিভিউ ভিডিও পোস্ট প্রসঙ্গে জানতে চাইলে রাহিতুল ইসলাম বলেন, ‘কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। “অর্পা” ও “কল সেন্টারের অপরাজিতা” উপন্যাস তাঁর ভালো লেগেছে এবং ভিডিওর মাধ্যমে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি সত্যিই আপ্লুত!’

রাহিতুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫। উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘অর্পা’, ‘কল সেন্টারের অপরাজিতা’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’, ‘বদলে দেওয়ার গান’ ও ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’। তাঁর লেখা বই থেকে একাধিক ফিকশনও নির্মিত হয়েছে।