Thank you for trying Sticky AMP!!

নাটক দেখে ফেসবুকে সমালোচনা করুন

আশীষ খন্দকার

আশীষ খন্দকার নির্দেশিত দুই আগন্তুক বনাম করবী ফুল নাটকের প্যান্ডেমিক সংস্করণ মঞ্চে এসেছে। করোনাকালে প্রদর্শনীর জন্য নাটকটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় নাটকটির দুটি প্রদর্শনী হয়।

ফেব্রুয়ারি মাসে নাটকটির শেষ মঞ্চায়ন হয়। করোনা সংক্রমণের কারণে আর প্রদর্শনী হয়নি। তিনি মনে করেন, নাটকটি বিভিন্ন পরিবেশে প্রদর্শনী করা সম্ভব। মহামারি নতুন কিছু নয়। আগেও মানুষ নানা মহামারির মুখোমুখি হয়েছে। বর্তমান বিশ্বের গল্প অনেকটা এক। এই সময়ে মানুষের সম্পর্কগুলো বদলে যাচ্ছে। পারস্পরিক স্পর্শের ব্যাপারগুলো এখন বন্ধ। এর মধ্য দিয়েই সামাজিক সম্পর্কগুলো এগিয়ে যাচ্ছে। আশীষ খন্দকার বলেন, ‘আমরা এই সময়কে কানেক্ট করার জন্য নাটকে আগের চেয়ে কিছু পরিবর্তন এনেছি। আমরা চাই দর্শক নাটকটি দেখার পর কথা বলুক। এই সময়কে প্রতিটি দর্শক অনুভব করুক।’

ফেব্রুয়ারি মাসে নাটকটির শেষ মঞ্চায়ন হয়।

নাটকটি মঞ্চে উপস্থাপনের পাশাপাশি দেশের যে কোনো জায়গায় মঞ্চায়নের উপযোগী করে তৈরি করা হয়েছে। নাটকটির দুটি সংস্করণ প্রসঙ্গে তিনি জানান, বেশির ভাগ নাটক ঢাকা কেন্দ্রিক। নাটকটি সবার দেখা দরকার। নাটকটি মঞ্চের বাইরে যে কোনো স্থানে শো করার জন্য প্রস্তুতি হিসাবে ৩ ঘণ্টার মতো সময় লাগে।

আশীষ খন্দকার বলেন, ‘এখন অনলাইন হওয়ার কারণে দূর থেকেই নাটকের প্রশংসা শোনা যায়। অনেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আলোচনা সমালোচনা করেন। আমি চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে আত্মবিশ্বাস নিয়ে নাটকটি দেখতে আসুন। নাটক দেখে ফেসবুকে সমালোচনা করুন। ৪০ মিনিট আপনাকে আমরা নিরাপত্তা দেব। করোনা নিয়ে কোনো ভয় থাকবে না।’

নাটকটি ডিজাইন ও নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার।