Thank you for trying Sticky AMP!!

হবিগঞ্জে নতুন নাটক 'ন বৃত্তীয়'

ন বৃত্তীয় নাটকের মহড়ার দৃশ্য

সিলেটের হবিগঞ্জের নাট্যকার রুমা মোদক। ফেসবুকে স্ট্যাটাসে লিখলেন, ‘আলোক পরিকল্পনার কোনো কাঠামো নেই, ব্যাক স্ক্রিন, সাইড স্ক্রিন—কিছুই নেই। কার্ড না ঢোকালে ইলেকট্রিসিটি নেই। তবু একটা হল তো হয়েছে। শেষ পর্যন্ত মঞ্চে নতুন প্রযোজনা নিয়ে দাঁড়ানো তো যাবে! সম্পূর্ণ অপ্রস্তুত একটি হলকে নাট্যোপযোগী করার যুদ্ধে নেমেছে জীবন সংকেত।’

এ স্ট্যাটাস ধরেই যোগাযোগ করা রুমার সঙ্গে। জানালেন, নতুন নাটক আসছে তাঁদের দল থেকে। আজ ও আগীমকাল দুটি প্রদর্শনী। নাটকের নাম—ন বৃত্তীয়। রুমা মোদকের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন ফজলুর রহমান। জীবন সংকেত নাট্যদলের এটি ৩৬তম প্রযোজনা। হবিগঞ্জ পৌর টাউন হলে নাটকটি দেখা যাবে সন্ধ্যা সাতটায়।

হবিগঞ্জে তিনটি মিলনায়তন। তার মধ্যে শিল্পকলা একাডেমির মিলনায়তন সংস্কারকাজের জন্য ছয় মাস ধরে বন্ধ। শাহ এ এম এস কিবরিয়া মিলনায়তনটি নাটক প্রদর্শনীর জন্য ব্যবহারের অনুপযোগী। নাট্যকর্মীরা তো আর বসে থাকতে পারেন না। টাউন হলকেই নাটকের কাজে লাগাতে তাঁরা নেমে পড়েছেন। রুমা মোদক বলেন, ‘এই হলটা পুরোনো। পুরোনো টাউন হল ভেঙে সাইফুর রহমান অডিটরিয়াম হয়েছিল। কিন্তু সম্পূর্ণ অনুপযুক্ত একটি হল ছিল সেটা। বর্তমানে এসি লাগিয়ে ইন্টেরিয়র সামান্য পাল্টে খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান হয়। নাটক এই প্রথম আমরাই করছি। আগে সাইফুর রহমান মিলনায়তন ছিল, নাম বদলে এখন পৌর টাউন হল করা হয়েছে।’

দেয়ালে আঁকা গ্রাফিতি সুবোধ এই নাটকের কেন্দ্রীয় ও প্রতীকী চরিত্র। ব্যক্তিজীবনে ও সমাজব্যবস্থার নানা প্রতিবন্ধকতায় সে পালিয়ে বেড়ায়। কিন্তু শেষ পর্যন্ত সে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করতে বাধ্য হয়। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ন বৃত্তীয় নাটকটি।