Thank you for trying Sticky AMP!!

১০০ মিনিট!

জয়ন্ত চট্টোপাধ্যায়

জয়ন্ত চট্টোপাধ্যায় যতক্ষণ মঞ্চে থাকুন, তৃষ্ণা মেটে না। শ্রোতার মনে হয়, আর একটু হলে খারাপ হতো না। নাচ নয়, গান নয়, এমনকি অভিনয়ও নয়। দর্শক সারি থেকে হয়তো কেউ একজন বলে উঠবেন, ‘দাদা, “কেউ কথা রাখেনি”টা পড়ুন না।’ এবার দীর্ঘ সময় তাঁর আবৃত্তি শোনার সুযোগ মিলবে। ১০০ মিনিট কবিতা আবৃত্তি করবেন তিনি।

আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে জয়ন্ত চট্টোপাধ্যায়ের একক আবৃত্তিসন্ধ্যা ‘অরূপ তোমার বাণী’। সন্ধ্যাজুড়ে ১০০ মিনিট আবৃত্তি করবেন তিনি। সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজনটি করেছে হরবোলা। দুই দশক পূর্তিতে হরবোলা আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা—‘হরবোলার এক কুড়ি’। জয়ন্ত চট্টোপাধ্যায়ের একক আবৃত্তিসন্ধ্যা এরই অংশ। হরবোলার সমন্বয়ক জহির রায়হান জানান, ২০ বছর পূর্তি উপলক্ষে জানুয়ারি থেকে অনুষ্ঠান করছেন তাঁরা। পরিকল্পনা মোট ২২টি অনুষ্ঠান করার।

আবৃত্তিসন্ধ্যা নিয়ে সংস্কৃতি অঙ্গনে তৈরি হয়েছে দারুণ উদ্দীপনা। জয়ন্ত চট্টোপাধ্যায় যতই অভিনয়ে ব্যস্ত থাকুন, আবৃত্তিকার জয়ন্তকে ঢাকার আবৃত্তিপ্রেমীরা ভীষণ ভালোবাসেন। তাঁর কণ্ঠে আবৃত্তি শুনতে উদ্‌গ্রীব থাকেন সারা দেশের আবৃত্তিপ্রেমীরা। প্রায় দুই দশক পর আবার এসেছে সুযোগ। খ্যাতিমান এই শিল্পীর আবৃত্তি উপভোগ করতে টিকিট পাওয়া যাবে ১০০ টাকা এবং ২০০ টাকায়।