Thank you for trying Sticky AMP!!

‘পুলসিরাত’ নাটকের দৃশ্য। প্রাচ্যনাটের সৌজন্যে

তিনটি ভাগ্যবিড়ম্বিত জীবন ছুটে চলার গল্প নিয়ে ‘পুলসিরাত’

২৭ বছর পূর্তি উপলক্ষে ‘পুলসিরাত’ নাটক নিয়ে আসছে প্রাচ্যনাট; আজ সন্ধ্যা ৭টায় বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মহিলা সমিতির মঞ্চে মঞ্চায়িত হবে নাটকটি। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস মেন ইন দ্য সান অবলম্বনে এটি বাংলায় রূপান্তর করেছেন মাসুমুল আলম।

Also Read: জাতীয় নাট্যশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’, মঞ্চায়নে প্রাচ্যনাট

নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম; নির্দেশনা দিয়েছেন কাজি তৌফিকুল ইসলাম। নাটকের শুরুতে থাকছে গানসহ নানা আয়োজন।

‘পুলসিরাত’ ভাগ্য বদলের আশায় কুয়েত যেতে মরিয়া আবু কায়েস, আসাদ ও মারওয়ানের গল্প। ভিন্ন ভিন্ন বয়সী এ তিনজন ছাড়াও গল্পে আছেন আবুল খাইজুরান। ঘটনাক্রমে তিনজনই ঘটনাক্রমে আবুল খাইজুরানের শরণাপন্ন হয়। আবুল খাইজুরান পানিবাহী ট্যাংক লরির ড্রাইভার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধ করেছে।

আবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গেও কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এই আবুল খাইজুরান কায়েস, আসাদ আর মারওয়ানকে স্বপ্নের কুয়েত পর্যন্ত নিয়ে যেতে এগিয়ে আসে। আগস্ট মাসের প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে লরিটি এগিয়ে যায়।

‘পুলসিরাত’ নাটকের দৃশ্য। প্রাচ্যনাটের সৌজন্যে

তিনটি ভাগ্যবিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়... পাড়ি দিতে ছুটে চলে এক পুলসিরাত!

এমন গল্পের নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।