Thank you for trying Sticky AMP!!

সিডনিতে মঞ্চস্থ ‘কিত্তনখোলা’ নাটকের একটি দৃশ্য। ছবি: হাসিব জাকারিয়া

সিডনিতে ‘কিত্তনখোলা’

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চস্থ হলো ‘কিত্তনখোলা’। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে মঞ্চস্থ হয় নাটকটি। মিলনায়তন ভর্তি বাংলাদেশি দর্শক নাটকটি উপভোগ করেছেন।

সিডনিতে মঞ্চস্থ ‘কিত্তনখোলা’ নাটকের একটি দৃশ্য। ছবি: হাসিব জাকারিয়া

নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সিডনিপ্রবাসী শাহীন শাহনেওয়াজ। নাটকটি প্রযোজনা করেছে স্থানীয় শখের থিয়েটার।

প্রাচীন বাংলার কিত্তনখোলা নামের একটি মেলা ঘিরে তৈরি হয়েছে মঞ্চনাটকের গল্পটি। বাংলাদেশের গ্রাম-গ্রামান্তরের প্রান্তিক মানুষের জীবনযাপনের ধরন মঞ্চস্থ করা হয়েছে নাটকটির কাহিনিতে। নির্দেশক শাহীন শাহনেওয়াজ বলেন, ‘বাংলা মঞ্চনাটকের মাধ্যমে বাংলাকে উপস্থাপন করার চেয়ে সুন্দর পরিবেশনা আমার কাছে আর কিছু নেই। বাংলা নাটক নিয়ে দীর্ঘ যুগ ধরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ায় কাজ করে যাচ্ছি।

Also Read: হাজার বছর বেঁচে থাকবেন সেলিম আল দীন

সিডনিতেও চেষ্টা বহাল রাখছি বাংলাকে ধারণ করার, প্রচার করে যাচ্ছি সবার সহযোগিতায়। আর এতে আমরা কোনো বাণিজ্যিক লাভ-ক্ষতির হিসাব করি না। মনের খোরাক মিটাতেই থিয়েটারের সঙ্গে যুক্ত সবাই কাজ করে যাচ্ছেন।’

সিডনির প্রবাসী বাংলাদেশি অভিনয়শিল্পী শাওন অরিজিৎ বলেন, ‘আমার মা সুতপা বড়ুয়া থিয়েটারে মানুষ। তাঁর থেকে অভিনয়টা পাওয়া।

সিডনিতে মঞ্চস্থ ‘কিত্তনখোলা’ নাটকের একটি দৃশ্য। ছবি: হাসিব জাকারিয়া

গল্পের ইদু কনকদার চরিত্রটিতে অভিনয় করেছি। ‘কিত্তনখোলা’র গল্পের মাধ্যমে সিডনির একদম নতুন প্রজন্মকে গ্রামবাংলার আদি রূপ-রূপান্তর, জনজীবন, ঐতিহ্য দেখাতে পেরেছি।’

মঞ্চনাটকটি উপভোগ শেষে দেখার অভিজ্ঞতার কথা জানান সিডনিপ্রবাসী বাংলাদেশি চিকিৎসক আসাদ শামস। তিনি বলেন, ‘এবারের অভিজ্ঞতাটি আমার অসাধারণ। আমি ‘কিত্তনখোলা’র অনেকগুলো নাটক দেখেছি; কিন্তু এটা ছিল অন্যতম ভালো লাগা মঞ্চায়ন। খুব ভালো কাজ করেছেন সবাই।’