Thank you for trying Sticky AMP!!

অ্যাকশন চরিত্রে লোভ আছে: রোশান

রোশান
>

প্রেক্ষাগৃহে চলছে চিত্রনায়ক রোশান অভিনীত ছবি ‘বেপরোয়া’। মুক্তির আগে রাজা চন্দ পরিচালিত ছবিটি নিয়ে এই নায়কের প্রত্যাশা ছিল অনেক। কথা হলো তাঁর সঙ্গে।

‘বেপরোয়া’ নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তি কতটা মিলেছে?
ছবিটি পুরো আড়াই ঘণ্টা দর্শকদের আনন্দ দেবে। প্রত্যাশা শতভাগ পূরণ হয়েছে।

ছবিতে যেমনটা বেপরোয়া দেখা গেছে, বাস্তবে আপনি কেমন?
বাস্তবে একেবারে অন্য রকম। কোনো ঝামেলা পছন্দ করি না। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি।

বিপরীতধর্মী চরিত্র হয়ে ওঠার প্রক্রিয়া কেমন ছিল?
অ্যাকশন চরিত্রের লোভ আছে ভীষণ। আমি নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে চাই।

ছবিটি নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন। মা-বাবা কি ছবিটি দেখেছেন?
তাঁরা দেখে ভীষণ খুশি। আমার বড় বোন খুবই খুঁতখুঁতে স্বভাবের। সে-ও এই ছবি দেখে ভালো বলেছে।

নায়িকা ববির সঙ্গে এটি আপনার প্রথম কাজ।
ববি খুবই আন্তরিক। সহযোগিতার মানসিকতা আছে।

মারামারি, নাচে আপনাকে দর্শকেরা দারুণভাবে পছন্দ করেছেন। কিন্তু উচ্চারণ নিয়ে কিছুটা হতাশা রয়েছে। এদিকটা উন্নতি করার কথা ভাবছেন?
এটা আমিও উপলব্ধি করেছি। চিন্তা আছে এই সমস্যা উতরানোর।

চলচ্চিত্রের মানুষের কাছ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন?
পরিচালক ও প্রযোজকের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। সহশিল্পীদের কারও কাছ থেকে ফোন কিংবা এসএমএস পাইনি। অনেকেই হয়তো ছবিটি দেখেননি। আমি অবশ্য শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম—যাঁদের ছবিই মুক্তি পায়, প্রেক্ষাগৃহে গিয়ে দেখি।

‘জিন’ ছবির শুটিং শুরু হচ্ছে?
প্রস্তুতি নিচ্ছি। এমন গল্পে আগে কখনো কাজ করা হয়নি। হরর ধাঁচের সিনেমা।

শেষ তিন প্রশ্ন
তিন নায়কের ছবিতে আপনি ছাড়া বাকি দুজন কে হলে খুশি হবেন?
শাকিব খান ও সিয়াম।

আপনার চোখে চলচ্চিত্রের বর্তমান সবচেয়ে বড় সমস্যা কী?
হিংসাত্মক মনোভাব।

বলিউডে অভিনয়ের সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চাইবেন?
শ্রদ্ধা কাপুর।