Thank you for trying Sticky AMP!!

নারী সহশিল্পী কারও সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করিনি: জাহিদ হাসান

এবারের ঈদে একাধিক টেলিভিশনে প্রচারিত হয়েছে জাহিদ হাসান অভিনীত ও পরিচালিত বেশ কয়েকটি নাটক। ঈদের চতুর্থ দিনও একাধিক চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে এই অভিনয়শিল্পীর কিছু নাটক। এসব নিয়েই গতকাল বুধবার সন্ধ্যায় যখন কথা হচ্ছিল, তখন এই অভিনয়শিল্পী সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে।

জাহিদ হাসান

ঈদ কোথায় করলেন?
ঢাকায় ছিলাম। এরপর গ্রামের বাড়ি গেছি।

গ্রামের বাড়ি কবে গেলেন?
ঈদের পরদিন সবাইকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি এসেছি। একটা বিয়ের অনুষ্ঠানের কারণে আমাদের আসতে হয়েছে।

ঈদে প্রচারিত নিজের নাটক দেখেছেন?
নিজের কোনো নাটক দেখার সময় পাইনি। ঢাকায় ঈদের দিন ব্যস্ত ছিলাম, এখানেও ব্যস্ত। তবে কয়েকটা নাটকের জন্য ফোন পেয়েছি। আসলে এত নাটকের ভিড়ে মানুষ কত নাটক দেখতে পারে, সেটা জানি না। আরও কয়েক দিন যাক, তারপর হয়তো বুঝতে পারব। অনেকের মতো তো বলতে পারি না, আমার নাটক খুব দেখছে। (হাসি)

নাটকের বাইরে অন্য কোনো অনুষ্ঠানও কি দেখেননি?
না। ইউটিউবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু হলে দেখি। ফুটবল নিয়ে মজার কিছু পেলেও দেখি। এই ঈদে চামড়ার দাম খুবই কম—এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে দেখলাম।

আপনি যে অঙ্গনের মানুষ, সেটা ছাড়া সবই দেখছেন? আগ্রহ কি মরে গেছে?
সার্বিকভাবে এখন এই অবস্থা। আগে একটা পত্রিকা যাদের কেনার সামর্থ্য ছিল না, দেয়ালে লাগানো পত্রিকা দাঁড়িয়ে লোকে পড়ত। সিনেমা মানেই প্রেক্ষাগৃহ ভিড়ের দৃশ্য চোখে পড়ত। নাটক মানেও অস্থির একটা ব্যাপার ছিল। ঈদের আনন্দমেলা কিংবা ইত্যাদির কথা শুনলেই পাগল হয়ে যেতাম। এখন দর্শক কোনটা যে দেখছে, এটা বোঝা মুশকিল।

কিন্তু সবাই তো বলছে, নাটকের অনেক অনেক ভিউর কথা।
গান–অভিনয় হচ্ছে কি হচ্ছে না, সেটা পরের ব্যাপার—রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিলাম। ব্যস, হিট হয়ে গেলাম। অনেক ভিউও হয়ে গেল! আমাদের সামনে অবারিত সুযোগ আছে, কিন্তু সঠিক ব্যবহার করছি না। সাধারণ বিষয়গুলোর আসল জায়গা বাদ দিয়ে অন্যভাবে প্রবাহিত করছি। ভিউ হচ্ছে নতুন ভাষা—এগুলো সাময়িক। এসব নিয়ে মাতামাতি করা মোটেও ঠিক না।

তাহলে নাটকের ভবিষ্যৎ কী?
আমিও বুঝছি না। অনেক আগে সংগঠন ছিল না, কিন্তু ভালো সব নাটক সৃষ্টি হয়েছে। এখন সংগঠন অনেক, মনে রাখার মতো নাটক হচ্ছে না।

শেষ তিন প্রশ্ন
অভিনয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন বা করেন, এমন তিনজন পুরুষ সহশিল্পীর নাম বলুন।
সব সময় আমাকে কমফোর্ট জোন দিতেন হুমায়ুন ফরীদি। এরপর ইন্তেখাব দিনার, এখন আরফান আহমেদ ও সাজু খাদেম।

নারী সহশিল্পীদের মধ্যে কোন তিন অভিনয়শিল্পীর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
নারী সহশিল্পী কারও সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করিনি।

যাঁর পরিচালনায় কাজ করে আনন্দ পেতেন?
আবদুল্লাহ আল–মামুন।